Tuesday, August 26, 2025

শাহরুখ-পুত্রের (Shahrukh son Aryan Khan) অন্তর্বর্তী জামিনের (Interim Bail) আবেদন মঞ্জুর হল না আদালতে (Court) । আবেদন খারিজ করল মুম্বইয়ের কিলা কোর্ট। ১৮ অক্টোবর পর্যন্ত আর্থার রোড জেলে থাকতে হবে আরিয়ানকে। বৃহস্পতিবারই আরিয়ানকে ১৪ দিন জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছিল আদালত। সেই রায়ই বহাল থাকল এদিনও। আরিয়ান অত্যন্ত প্রভাবশালী পরিবারের ছেলে । তাই আরিয়ানকে জামিন দিলে তথ্যপ্রমাণ নয়ছয় হতে পারে এবং তদন্ত প্রক্রিয়ায় ব্যঘাত ঘটতে পারে। শুক্রবার আদালতে এই যুক্তি দেখিয়েছেন অনিল সিংহ। যদিও পাল্টা যুক্তি দেখিয়েছিলেন আরিয়ানের আইনজীবী। তার দাবি ছিল প্রভাবশালী পরিবারের ছেলে মানেই তথ্যপ্রমাণ নয়ছয় করবেন, তা ধরে নেওয়া ভুল।

শাহরুখ -পুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট পরীক্ষা করে যে কথোপকথনের জেরে আরিয়ানকে মাদকাসক্ত বলে সন্দেহ করা হচ্ছে, তা নেহাতই ফুটবল নিয়ে আলোচনা ছিল বলে দাবি করেছিলেন আইনজীবী সতীশ মানশিণ্ডে। কিন্তু সরকারি আইনজীবী অনিল সিংহ মনে করছেন, ফুটবল নয়, সাঙ্কেতিক ভাষায় কোনও মাদক চক্রের সঙ্গে কথোপকথন চালাতেন আরিয়ান। আর সেই বিষয়টি নিয়ে আরো গভীরে গিয়ে তদন্ত করা প্রয়োজন। সেই কারণেই আরিয়ানকে নিজেদের হেফাজতে চেয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আর এদিন আদালতে সেই কারণ দেখিয়েই আরিয়ানের অন্তর্বর্তী জামিনের বিরোধিতা করা হয়।

অন্তর্বর্তী জামিনের আবেদন নামঞ্জুর হয়ে যাওয়ার ফলে আপাতত রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটবে আরিয়ানের। তাঁর দুই সঙ্গী আরবাজ শেঠ মার্চেন্ট এবং মুনমুন ধমেচার জামিনের আবেদনও মঞ্জুর করেনি আদালত।

 

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version