৩০ অক্টোবর ফের রাজ্যে উপনির্বাচন। ইতিমধ্যেই প্রার্থীতালিকা ঘোষণা করেছে রাজনৈতিক দলগুলি। এবার তারকা প্রচারকদের তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও তাৎপর্যপূর্ণভাবে নাম রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মারও।

পুজোর পরেই চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। দিনহাটা, শান্তিপুর, খড়দহ এবং গোসাবা। ইতিমধ্যেই বিজেপির তারকা প্রচারকদের তালিকা সামনে এসেছে। তালিকায় রয়েছেন ৭ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, গিরীরাজ সিং, সুভাষ সরকার, জল বার্লা, নিশীথ প্রামাণিক, প্রতিমা ভৌমিক, শান্তনু ঠাকুর। তারকা প্রচারকদের তালিকায় নাম রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মারও। এছাড়াও রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী, দেবশ্রী চৌধুরী, রূপা গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, মজুফা খাতুন, শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা।

আরও পড়ুন: মমতা-অভিষেকসহ ২০ জন, আসন্ন উপনির্বাচনে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ তৃণমূলের

একুশের নির্বাচনে পরাজয় ঘটেছিল বিজেপির। এমনকি তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও জিততে পারেনি গেরুয়া শিবির। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। তাই এবার চার কেন্দ্রের তারকা প্রচারক ঠিক করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। সেই চিঠি ইতিমধ্যেই পৌঁছেছে জেপি নড্ডা, বিএল সন্তোষ এবং রাজ্য সভাপতির কাছে।
