রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে রায় জানিয়ে দিল আদালত

অবশেষে স্বস্তি খবর পেলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো( cristiano Ronaldo)। তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষনের অভিযোগ থেকে মুক্তি দিল আমেরিকা আদালত।

২০০৯ সালে এক মডেলার মায়োরগা অভিযোগ এনেছিলেন যে, লাস ভেগাসের এক হোটেলের ঘরে তাঁকে যৌন হেনস্থা করেছিলেন রোনাল্ডো। কিন্তু রোনাল্ডো এই অভিযোগ অস্বীকার করে দেন। এবং তিনি জানিয়ে ছিলেন দু’জনের সম্মতিতেই যৌন সঙ্গম হয়েছিল। এমনকী রোনাল্ডোর বিরুদ্ধে ফৌজদারি মামলাও রজু হয়েছিল। দুই বছর আগে যা থেকে মুক্তি পেয়েছিলেন তিনি। রোনাল্ডোর বিরুদ্ধে ওঠ অভিযোগ কোন প্রমাণ পাওয়া যায়নি বলেই মুক্তি দেওয়া হয় তাঁকে।

আমেরিকার বিচারক ড্যানিয়েল অ্যালব্রেগস চান রোনাল্ডোকে এই মামলা থেকে মুক্তি দেওয়া হোক। অ্যালব্রেগসের এই সুপারিশ অন্য এক বিচারক যাচাই করবেন।

এই নিয়ে রোনাল্ডোর আইনজীবী পিটার ক্রিশ্চিয়ানসেন বলেন, “আমরা আদালতের বিস্তারিত পর্যালোচনায় খুশি হয়েছি। মিস্টার রোনাল্ডোর থেকে এই অভিযোগ তুলে নেওয়ার সুপারিশকে আমরা স্বাগত জানাচ্ছি।”

আরও পড়ুন:চলতি আইপিএলে কী আর দেখা যাবে না হরভজন কে? কী বললেন নাইটদের এই অফস্পিনার?

advt 19

 

Previous articleভয়াবহ বিস্ফোরণ আফগানিস্তানের মসজিদে, প্রাণ গেল শতাধিক মানুষের
Next articleপুজোয় ইস্ট–ওয়েস্ট মেট্রোতেও এবার বাড়তি পরিষেবা