১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ( t-20 world cup)। ২৪ অক্টোবর হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের( Pakistan) বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল( India)। সেই ম্যাচের উত্তাপ এখন থেকেই ছড়িয়ে পড়েছে গোটা ক্রিকেট বিশ্বে। আর সেই আঁচ পাওয়া গেল আইপিএলের মঞ্চেও। মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে রোহিত শর্মার কাছে টিকিটের আবদার করে বসলেন এক সমর্থক। যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে একটি ছবি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শেখ জায়েদ স্টেডিয়ামে এক সমর্থক প্ল্যাকার্ড তুলেছিলেন, যেখানে তিনি ভারত-পাকিস্তান মহারণের টিকিটের জন্য আবেদন করেছিলেন মুম্বই অধিনায়ক তথা ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মাকে। সেই প্ল্যাকার্ডে সমর্থক লিখেছেন, “রোহিত দয়া করে দুটি টিকিট চাই, ভারত-পাকিস্তান ম্যাচের জন্য।” ম্যাচ চলাকালীন এই প্ল্যাকার্ডটি হয়ে যায় ক্যামেরাবন্দী। রোহিত সেই পোস্টার দেখেছেন কি না জানা নেই। তবে ওই পোস্টার ইতিমধ্যেই ব্যপক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

A fan requesting Rohit Sharma for 2 tickets for India Vs Pakistan World Cup game. pic.twitter.com/KyTl8mLz2j
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 8, 2021
আরও পড়ুন:ভবানীপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে কলকাতা লিগের সেমিফাইনালে মহামেডান, ম্যাচের সেরা ফৈয়াজ
