দুর্গাপুজোর আবহেই কালীপুজোর খুঁটিপুজো, গান গাইলেন জিৎ

দুর্গাপুজোর চতুর্থীর দিন কালীপুজোর খুঁটিপুজো হল ফাটাকেষ্টর পুজো বলে পরিচিত নব যুবক সংঘের প্রাঙ্গণে। শনিবার।

সেখানে গান গাইলেন গানের জগতের তারকা জিৎ গঙ্গোপাধ্যায়। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা “মা” গানটি। তারপর “ঢাকের তালে কোমর দোলে।” উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব, মন্ত্রী ও উত্তর কলকাতা জেলা তৃণমূল সভাপতি তাপস রায়, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, নবকল্লোল সম্পাদক রূপা মজুমদার, তৃণমূল নেতা চিনু হাজরা, পুর কোঅর্ডিনেটর সাধনা বসু, জেলা তৃণমূল যুব সাধারণ সম্পাদক স্বর্ণালী মিশ্র প্রমুখ। তাপস এবং কুণাল ফাটাকেষ্টর পুজোর ঐতিহ্য ব্যাখ্যার পাশাপাশি দেশের সাম্প্রতিক ইস্যুগুলি তুলে ধরে বিজেপিকে আক্রমণ করেন। বাংলার সম্প্রীতি, ঐক্যের পাশাপাশি তৃণমূলের সারা বছর উন্নয়ন ও জনসংযোগের উল্লেখ করেন।

আরও পড়ুন:তুঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব, বাঙালির আবেগে ধাক্কা দিয়ে দুর্গাকে নিয়ে ছেলেখেলা দিলীপ-সুকান্ত-শুভেন্দুর

advt 19

 

 

Previous articleতুঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব, বাঙালির আবেগে ধাক্কা দিয়ে দুর্গাকে নিয়ে ছেলেখেলা দিলীপ-সুকান্ত-শুভেন্দুর
Next articleএকটি নামী অনলাইন শিক্ষাদান সংস্থার বিজ্ঞাপন থেকে সরানো হলো শাহরুখকে