আরও বেড়েছে সম্পত্তির পরিমাণ! ১০০ বিলিয়ন ডলারের মালিকদের তালিকায় নাম লেখালেন মুকেশ আম্বানি

Mukesh Ambani joins Jeff Bezos, Elon Musk in world’s exclusive $100 billion club

এবার ১০০ বিলিয়ন ডলারের ক্লাবে নাম লেখালেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)। ‘ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স’-এর পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১০০.৬ বিলিয়ন ডলার। এবছর তাঁর সম্পত্তি বেড়েছে ২৩.৮ বিলিয়ন ডলার। ভারতের (India) তো বটেই রিলায়েন্স কর্তা এখন এশিয়ারও (Asia) ধনী ব্যক্তি৷

আরও পড়ুন-ভবানীপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে কলকাতা লিগের সেমিফাইনালে মহামেডান, ম‍্যাচের সেরা ফৈয়াজ

শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেল৷ ছুঁলেন অ্যামাজন কর্তা জেফ বেজোস (Jeff Bezos) এবং টেসলা গ্রুপের সিইও এলন মাস্ককে (Elon Musk)৷ শুক্রবার রিলায়েন্স (Reliance) সংস্থার শেয়ার দর আকাশছোঁয়া উচ্চতায় পৌঁছতেই তাঁর সম্পত্তির আনুমানিক বাজারদর ১০০ বিলিয়ন ডলারে পৌঁছয়। যা ভারতীয় মুদ্রায় সাড়ে ৭ লক্ষ কোটি টাকারও বেশি।

আরও পড়ুন-বোধনের আগে চতুর্থীতেই শুরু হয়ে গেল পুজো, ভিড় সামলাতে নামল পুরো ফোর্স

বিশ্বের সর্বাধিক ধনী, যাদের সম্পত্তির পরিমাণ ১০০ বিলিয়ন ডলারেরও বেশি, সেই তালিকায় এতদিন অবধি শুধুমাত্র গোটা পৃথিবীর ১১ জনের নামই ছিল, এবার সেই তালিকায় জুড়ল রিলায়েন্স সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান মুকেশ আম্বানিরও নাম। রিলায়েন্স কর্তার পরেই রয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Goutam Adani)৷ চলতি বছর তাঁর সম্পত্তি বেড়েছে ৩৯.৫ মিলিয়ন ডলার৷ ভারতের তৃতীয় ধনী ব্যক্তি টেকনোলজি টাইকুন আজিজ প্রেমজির সম্পত্তি বেড়েছে ১২.৮ বিলিয়ন ডলার৷

advt 19

 

Previous article১০০ নারকেলের নাড়ুতে পাক দিয়ে চেন্নাইয়ে সূচনা দুর্গোৎসবের
Next article‘অ্যাকশনের রিয়্যাকশন’, লখিমপুরে বিজেপি কর্মীদের মৃত্যু প্রসঙ্গে মন্তব্য টিকায়েতের