দুর্গাপুজোর মধ্যেই জঙ্গি নাশকতার আশঙ্কা, তৎপর নবান্ন

সাধারণত স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের আগে জঙ্গি নাশকতার আশঙ্কা করে তৎপর হয়ে ওঠে ভারতীয় সেনাবাহিনী। এবার দূর্গা পুজোর আগেও নাশকতার আশঙ্কা করে পুজো প্ররবে একইরকম হুশিয়ারি ও রাজ্যবাসীকে সতর্ক করল রাজ্য সরকার। রাজ্যের স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, ১২-১৫ অক্টোবর দুর্গাপুজো ও দশেরা পালিত হবে। এই উৎসবের মরসুমে বিচ্ছিন্নতাবাদী এবং জঙ্গি গোষ্ঠীগুলি নাশকতার ছক কষতে পারে। এবং তা থেকে আইনশৃঙ্খলার সমস্যা এবং অস্থিরতা তৈরি করতে পারে। তাই এখন থেকেই নজরদারি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন:কথায় কথায় আমলাদের তলব নয়, রাজ্যপালকে চিঠি দিয়ে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

কিন্তু অতীতে এমন সময় জঙ্গি নাশকতার কোনও দৃষ্টান্ত তেমন নেই। তবে প্রশাসনিক বিশেষজ্ঞরা অনেকেই মনে করেন, জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি মূলত নিশানা করে জনবহুল স্থান, উৎসবের ভিড় বা অন্য গুরুত্বপূর্ণ এলাকাকে, যেখানে নাশকতা ঘটালে বড় ধরনের ক্ষতি করার সঙ্গে সঙ্গে তাদের উদ্দেশ্যের প্রচারও সম্ভব। উৎসবের মরসুমে ভিড় যখন অতিরিক্ত হয়, সেইসময় নাশকতা ঘটাতে পারলে আইনশৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্ন উঠবে, অস্থিরতা বাড়বে।যা সাম্প্রদায়িক সম্প্রীতিকেও নষ্ট করতে সক্ষম।

advt 19

Previous articleচতুর্থীর সকালেই বঙ্গবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
Next articleদু’গোলে পিছিয়ে থেকেও দুরন্ত জয় ফ্রান্সের, ফাইনালে স্পেনের মুখোমুখি দিদিয়ের দেশঁর দল