২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজন করার ভাবনা ভারতের

২০৩৬ সালের সামার অলিম্পিক্সের( Olympics) আয়োজন করতে পারে ভারত( India)। এবং উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামকে ভাবা হচ্ছে, শনিবার এমনটাই জানালেন ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি নরিন্দর বাত্রা। এদিন তিনি বলেন যে তারা, আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সঙ্গে কথা বলছে, যাতে ২০৩৬ সালের সামার অলিম্পিক আয়োজন করতে পারে ভারত।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে নরিন্দর বাত্রা বলেন, “আমারা যদি ২০৩৬ অলিম্পিক্স নিয়ে কথা বলি, তাহলে হ‍্যাঁ, আমরা আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সঙ্গে কথা বলছি। আইওএ এর সভাপতি হিসাবে, আমরা সঙ্গে আইওসি এর আলোচনা হয়েছে এই বিষয়ে। আর যদি আমায় জিজ্ঞাসা করা হয় বর্তমানে কোথায় উদ্বোধনী অনুষ্ঠান করা যায়, তাহলে অবশ্যই আমি বলব মোতেরা স্টেডিয়াম। আর কোনও স্টেডিয়ামই এর থেকে ভালো হবে না ভারতে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। আমি আহমেদাবাদকে মনোনীত করব।”

আরও পড়ুন:‘সাফ কাপের লড়াইয়ে থাকতে গেলে নেপালের বিরুদ্ধে জেতা ছাড়া আর কোন রাস্তা নেই’ : ইগর স্টিমাচ

advt 19

 

 

Previous articleব্রিটিশ আমল থেকে বিবর্তনের মধ্য দিয়েও অমলিন নিউ দিল্লি কালীবাড়ির পুজো
Next articleরাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত অন্তত ১৬