‘সাফ কাপের লড়াইয়ে থাকতে গেলে নেপালের বিরুদ্ধে জেতা ছাড়া আর কোন রাস্তা নেই’ : ইগর স্টিমাচ

রবিবার সাফ কাপে নেপালের (Nepal) বিরুদ্ধে নামছে ভারত( India)। সাফ কাপের প্রথম দুই ম‍্যাচে ড্র করে চাপে সুনীল ছেত্রীর (Sunil Chettri ) দল। তাই নেপালের বিরুদ্ধে নামার আগে বেশ সর্তক ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। কারণ এই মুহূর্তে দুই ম‍্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে নেপাল। ওপর দিকে দুই ম‍্যাচে ড্র ভারতের। তাই এমনও অবস্থায় নেপালের বিরুদ্ধে হারলেই সাফ কাপ থেকে বিদায় নিতে হবে প্রীতম কোটাল,  সুনীল ছেত্রীদের। তাই নেপালের বিরুদ্ধে জয় ছাড়া আর কোন রাস্তাই দেখছেন না কোচ ইগর স্টিমাচ।

নেপাল ম‍্যাচ নিয়ে টিম ইন্ডিয়ার কোচ ইগর স্টিমাচ বলেন,” জেতা ছাড়া আমাদের সামনে কোনও রাস্তা নেই। গত দুই ম্যাচের পর কিছুই বদলে যায়নি। এখনও আমরা এখান থেকে প্রতিযোগিতা জিততে পারি। কয়েক মাস আগে নেপালের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলার জন্য ওদের খুব ভালভাবে জানি। ওদের ছ’পয়েন্ট রয়েছে। তাই ওরা বিপজ্জনকও হয়ে উঠতে পারে। তবে আমরা শুরু থেকেই গোলের জন্য ঝাঁপাব। কারণ পরবর্তী দুই ম্যাচ জিতলে আমরাও ফাইনালে উঠতে পারি। তবে এখন অঙ্ক নিয়ে মাথাব্যথা করে লাভ নেই। বরং জয় নিয়ে ভাবতে হবে। আমাদের সকলেরই লক্ষ‍্য নেপালের বিরুদ্ধে ম‍্যাচ জেতা।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

advt 19

 

 

Previous articleরাজধানীতে জঙ্গি হানার আশঙ্কা, উৎসবের মরসুমে কড়া নজরদারি
Next articleতৃণমূল সাংসদ হিসেবেই সংসদীয় স্থায়ী কমিটিতে জায়গা পেলেন শিশির-দিব্যেন্দু