সপ্তমী পর্যন্ত আকাশের মুখ ভার, অষ্টমী থেকে বৃষ্টির আশঙ্কা: হাওয়া অফিস

রাজ্যে বর্ষা বিদায়ের কথা পঞ্চমীতে থাকলেও তখন থাকবে কয়েকদিন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৩ অক্টোবর থেকে বঙ্গে বর্ষা বিদায়ের পালা শুরু হবে। তবে, সপ্তমী পর্যন্ত আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) হতে পারে।

পঞ্চমীর সকালে আকাশের মুখ ছিল ভার। কয়েকটি জায়গায় সামান্য বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। তবে অষ্টমী থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের জেরে নবমী-দশমী দুই মেদিনীপুর-সহ দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৩ তারিখও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে ভালো থাকবে।

advt 19

 

 

 

Previous articleতৃণমূল সাংসদ হিসেবেই সংসদীয় স্থায়ী কমিটিতে জায়গা পেলেন শিশির-দিব্যেন্দু
Next articleখাদ্যে বিষক্রিয়ায় ক্যানিংয়ে গুরুতর অসুস্থ ৫৮, হাসপাতালে ছুটে গেলেন বিধায়ক