Wednesday, July 16, 2025

এবার দলবদলু রাজীব প্রসঙ্গে চারমূর্তি “KDSA”-কে তুলোধনা তথাগতর! অস্বস্তিতে বিজেপি

Date:

Share post:

পুজোর মধ্যেই টুইট বাণে ফের বিজেপিকে চরম অস্বস্তিতে ফেললেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। সম্প্রতি, বিজেপির নতুন জাতীয় কর্মসমিতিতে বিশেষ আমন্ত্রিতের তালিকায় নাম রাখা হয়েছে দলবদলু ও ডোমজুর থেকে গো-হারা রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajeeb Banerjee)। আর প্রসঙ্গ তুলে বাংলার দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের নিশানা করলেন তথাগত।

তাঁর স্পষ্ট অভিযোগ সেই চারমূর্তি “KDSA”-এর দিকে। নাম না করে কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, অরবিন্দ মেনন ও শিবপ্রকাশকে বিঁধে ট্যুইটারে তথাগত রায় লিখেছেন, “রাজীব যখন ফের তৃণমূলে ফেরার উদ্যোগ নিচ্ছে, তখন তার নাম বিজেপির জাতীয় কর্মসমিতির কমিটিতে রাখা হল। রাজ্য কমিটিকে বিষয়টি জানানো প্রয়োজন পর্যন্ত কেউ মনে করেনি। কার সুপারিশে এমন হল? কী চলছে টা কী?”

এখানেই শেষ নয়। আরও একটি টুইটে তথাগত রায় তুলে ধরেছেন বিধানসভা ভোটের আগে কংগ্রেস নেতা প্রয়াত সোমেন মিত্র’র স্ত্রীকে চৌরঙ্গী কেন্দ্রে প্রার্থী ঘোষণা করার পর যেভাবে মুখ পুড়েছিল বিজেপির। তখন সরাসরি শিখা মিত্র প্রার্থী পদ প্রত্যাখ্যান করেন। ফের একবার বিষয়টি মনে করিয়ে দিয়ে সেই চারমূর্তি “KDSA”-কে কাঠগড়ায় তুলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়।

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পর গত ৬ মে এক বিস্ফোরক ট্যুইটারে তথাগত রায় লিখেছিলেন, “কৈলাস, দিলীপ, শিবপ্রকাশ, অরবিন্দ-এই চারমাথায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মান ধুলোয় মিশিয়েছে। এবং বিশ্বের সবচেয়ে বড় দলের নাম খারাপ করেছেন। হেস্টিংসের শীর্ষে এবং সাততারা হোটেলে বসে তাঁরা তৃণমূলের আবর্জনাদের মধ্যে টিকিট বাঁটোয়ারা করেছেন। এখন দলীয় কর্মীদের তোপ থেকে বাঁচতে তাঁরা সেখানেই বসে আছেন। ভাবছেন এই ঝড় চলে যাবে।”

আরও পড়ুন:উৎসবের দিনে আলোর খোঁজ দিতে নবনীড় বৃদ্ধাশ্রমে যাবেন মুখ্যমন্ত্রী

advt 19

 

 

spot_img

Related articles

ডবল ইঞ্জিনের সরকারের বাংলা-বিদ্বেষ! বুধে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজপথে হাঁটবেন অভিষেকও

ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে বাংলাভাষী তথা বাঙালিদের চূড়ান্ত হেনস্থা। প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা...

কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের সম্প্রদায়ের, সেই বাঙালি মতুয়াদের হেনস্থা মহারাষ্ট্রে!

বিদ্বেষের রাজনীতিই অস্ত্র কেন্দ্রের বিজেপি সরকারের। আর এবার সেই অস্ত্রের কোপ এসে পড়ল কেন্দ্রীয় মন্ত্রীর সম্প্রদায়ের মানুষের উপর।...

বাঘ শুধু জাতীয় পশু নয়, আত্মার প্রতীক: ‘শের’-এর উদ্যোগে বাঘ দিবসে বার্তা সংরক্ষণের

প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে এগিয়ে এল সোসাইটি ফর হেরিটেজ এন্ড ইকোলজিক্যাল রিসার্চেস (শের)। এই সংগঠনের...

ভারী বৃষ্টি ও জলছাড়ে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি! জেলাভিত্তিক পর্যবেক্ষণে প্রশাসনের আধিকারিকরা 

ডিভিসি-র জল ছাড়ার সঙ্গে টানা ভারী বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জেলায় জলমগ্নতা ও বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষত...