প্রবাসে পুজো: ফিলাডেলফিয়ায় ‘ঘরোয়া’ পুজো এবার একদিনেই সারা

শিল্পী সিংহরায়, ফিলাডেলফিয়া : হোয়াটসঅ্যাপে হঠাৎ ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এর সাংবাদিক জয়িতার মেসেজ। আবদার প্রবাসের পুজোর নিয়ে লিখতে হবে আমাকে। ভাবলাম কেন নয়? বাংলায় থেকে বহু ক্রোশ দূরে ফিলাডেলফিয়ার একটি বাঙালি সংঘের পুজো যদি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এর মাধ্যমে সবাই দেখতে পায়, তাহলে পুজোর আনন্দে বেড়ে যাবে কয়েক গুণ।

‘ঘরোয়া বেঙ্গলি অ্যাসোসিয়েশন’ নামে আমাদের একটি সংগঠন রয়েছে ফিলাডেলফিয়ায়।অতিমারির জন্য গত বছর থেকে সবাই ঘর বন্দি। ১৮ মাস কমিউনিটিতে কেউ কারও মুখ দেখিনি। আর এই দুর্গাপুজো আমাদের কাছে ‘মহাযজ্ঞ’। তবে এই করোনাকালে কীভাবে ব্যবস্থা করা যাবে তা নিয়ে একটা চিন্তা ছিল। কিন্তু যখন স্কুল পাওয়া গেল, বুঝলাম পুজো হচ্ছে। তবে দু দিনের জায়গায় এবার একদিন।

 

রামচন্দ্র তো সেই সত্য যুগেই অকালবোধন করে গেছেন। নিজ প্রয়োজনে দুর্গাপুজোর ক্ষেত্রে এই পথ অনুসরণ করলেন প্রবাসী বাঙালিরা। ক্যালিফর্নিয়া থেকে নিউ ইয়র্ক, বোস্টন থেকে হিউস্টন, শিকাগো থেকে সানদিয়াগো সব কটা স্টেটে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে থেকে অক্টোবর কেন কখনো নভেম্বর পর্যন্ত দুর্গাপুজো চলে। কেউ চাইলে এই সপ্তান্তে সিয়াটেলে ষষ্ঠী পুজোর প্রসাদ খেয়ে পরের সপ্তাহে হিউস্টনের দুর্গাবাড়ির পুজোয় অষ্টমীর অঞ্জলি দিয়ে, তারপরের সপ্তান্তে নিউ ইয়র্কে নবমীর প্রসাদ খেয়ে, আবার পরবর্তী সপ্তান্তে ফিলাডেলফিয়ায় এসে সিঁদুর খেলতে পারেন। মানে তিথি মেনে চারদিন পুজো করা সম্ভব হয় না। স্কুলগুলি ভাড়া নেয়া হয়। আর শনি-রবি ছাড়া ফাঁকা স্কুল তো পাওয়া যাবে না। আর এখানে পুজোর ছুটিও নেই।

আর পুজো ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য শিল্পীদের বুকিং চলে ১০ মাস আগে থেকে। আর তাঁরাও তো একটি মঞ্চে গান গাওয়ার জন্য সাতসাগর পাড়ি দিতে পারেন না। তাই তাঁদের ডেট পাওয়ার উপরও খানিকটা নির্ভর করে প্রবাসে অকাল বোধন।

এবার ফিরে আসি এই বছর আমাদের ‘ঘরোয়া’র পুজোতে। অবশেসে মহাযজ্ঞের জায়গা পাওয়া গেল ঠিকই, কিন্তু এক দিন। সাধারণত ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী শনিবার হয়। আর সন্ধিপুজো, নবমী, কুমারী পুজো, দশমী পুজো হয় রোববার।
প্রতি পুজোর শেষে অঞ্জলি, ভোগ খাওয়া. সন্ধিপুজো ১০৮ প্রদীপ (টি লাইট ক্যান্ডলে) জ্বালানো- কিছুই বাদ পড়ে না। নিয়ম মেনে স্বল্প সময়ের জন্য হলেও ‘মা’ এর পুজো যথাসম্ভব নিখুঁত ভাবেই করার চেষ্টা করা হয়।

কী আর করা যাবে, একদিনেই সবটা শেষ করতে হল। আমাদের পুজো শুরু হয় সকাল সাড়ে ১০টা থেকে। একদিনেই বোধন থেকে বিসর্জন। শুক্রবার কমিটির লোকজন ছুটোছুটি স্কুল বাড়িটা সুন্দর করে সাজিয়ে কলকাতার একটা ছোট্ট প্যান্ডেল বানিয়ে ফেলেছে। কেউ কাজ করে IT তে, কেউ একাউন্ট-এ, কেউ বিজ্ঞানী-গবেষক, তো কেউ ফার্মাসিউটিকাল কোম্পানিতে বা কেউ ডাক্তার। কমিটি মেম্বার রা হাতে হাত লাগিয়ে মণ্ডপ গড়া থেকে ঠাকুর আনা, স্কুল সাজানো শুরু করে দেয় শুক্রবার থেকেই।

ওদিকে চলে ভোগ রান্না। কেউ পুজোর খিচুড়ি তো কেউ পাঁচ ভাজা। কেউ চাটনি তো কেউ নৈবিদ্যর সন্দেশ বানাতে ব্যস্ত। কেউ গাঁথে যাচ্ছে ঠাকুরের মালা। আমার ভাগে পড়েছিল পুজোর ভোগের চাটনির দায়িত্ব।

বলে রাখি, দেশের মতো আমরা প্রতিমা বিসর্জন দিই না। আমাদের মা দুর্গা মৃন্ময়ী মা নন, ফাইবার দিয়ে গড়া। তাই প্রতিবছর পুজোর শেষে, আবার বাক্স বন্দি করে রেখে আসা হয় কোনো এক পাবলিক স্টোরেজে। বা কোনো ভারতীয় মন্দিরে।

সারা সপ্তাহ ধরে অফিসের ফর্মাল প্যান্ট-শার্টে হাঁপিয়ে ওঠে বাঙালি। তাই পুজো মানে ষোলোআনা বাঙালিয়ানা। ধুতি-পাঞ্জাবিতে সেজে ওঠেন ছেলেরা। আর যত্ন করে তুলে রাখা শাঁখা, পলা , সিঁদুর আর গয়নার বাক্স বারকরে সেগুলো শাড়ির সাথে পরে সেজে ওঠেন মেয়েরা।

খাওয়াদাওয়া বাদ দিয়ে বাঙালি কি আর বাঙালি? তাই সকালের চা জলখাবার থেকে শুরু করে , দুপুরের নিরামিষী ভোগ প্রসাদ , বিকেলের ঝালমুড়ি, চপ, বেগুনি আর রাতের জম্পেশ ভুরিভোজ। ভাত, ডাল, আলু ভাজা থেকে শুরু করে মাছ. মাংস, চিঙড়ি মাছের মালাইকারি, ধোকার ডালনা, শেষ পাতে চাটনি, পাঁপড়, রসগোল্লা , কিছুই বাদ যায় না।

সবটাই হল। শুধু বাদ দিতে হল মণ্ডপে কালচারাল প্রোগ্রাম। সাধারণত কলকাতা বা মুম্বই-এর খ্যাতনামা কোনও শিল্পীকে নিয়ে আসা হয় সংগীতানুষ্ঠানের জন্য। কিন্তু এই অতিমারিতে ওটি সম্ভব হয়নি। তবে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো হয়েছে ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান। সারাদিনের উৎসব শেষে বাড়ি ফিরে আবার এক বছরের প্রতীক্ষা। কিন্তু সেই অপেক্ষার জন্য অক্সিজেন পাওয়া গেল প্রবাসের একদিনের দুর্গাপুজোতেই।

আরও পড়ুন:এবার দলবদলু রাজীব প্রসঙ্গে চারমূর্তি “KDSA”-কে তুলোধনা তথাগতর! অস্বস্তিতে বিজেপি

advt 19

 

 

Previous articleএবার দলবদলু রাজীব প্রসঙ্গে চারমূর্তি “KDSA”-কে তুলোধনা তথাগতর! অস্বস্তিতে বিজেপি
Next articleরাজধানীতে জঙ্গি হানার আশঙ্কা, উৎসবের মরসুমে কড়া নজরদারি