Thursday, August 28, 2025
সংঘর্ষে কোচবিহারে মৃত্যু দুই তৃণমূল (Tmc) কর্মীর। দিনহাটার (Dinhata) গীতালদহের মরাকুঠি এলাকার ঘটনা৷ নিহত দুই তৃণমূল কর্মী মান্নান হক (Mannan Haq) ও মুজাফফর হোসেনের (Mukaffar Hossein) বাড়ি ভোগরাম পয়স্থি গ্রামে৷ সংঘর্ষে আহত হয়েছেন আরও পাঁচ জন। মৃত মান্নানকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। মুজাফফর হোসেনের গলায় গুলির দাগ আছে বলে পুলিশ সূত্রের খবর।
পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে এলাকার দুই নেতা মান্নান হোসেন ও দিলদার হোসেনের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়৷ আহত জাহাঙ্গীর আলমের ডান হাতে ধারালো অস্ত্রের কোপ মারা হয়৷ বাকি চারজন ধারালো অস্ত্রের আঘাতে জখম। দীর্ঘদিন ধরেই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। রবিবার রাতে দিলদার হোসেনের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁর সমর্থকরা। তখন ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র হাতে মান্নান হোসেনের কর্মীরা হানা দেয় বলে অভিযোগ৷
 কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে বলেও দাবি প্রত্যক্ষদর্শীদের৷ রক্তাক্ত অবস্থায় জখমদের দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মান্নান হক ও মুজাফফর হোসেনকে রেফার করা হয় কোচবিহার এম জে এন হাসপাতাল মেডিক্যাল কলেজে। সেখানেই দুইজনকে মৃত বলে ঘোষণা করা হয়। আহতদের চিকিৎসা চলছে দিনহাটা হাসপাতালে।
আহত জাহিদুল হকের অভিযোগ, কমপক্ষে পনেরোজন আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র হাতে আচমকা হামলা করে। গোষ্ঠীদ্বন্দ্বর কারণেই এই ঘটনা ঘটেছে বলে মত তৃণমূলের জেলা পরিষদের সদস্য নুর আলম হোসেন।

 

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version