বাবা হতে চলেছেন এটিকে মোহনবাগান (atk mohunban)স্ট্রাইকার রয় কৃষ্ণা( Roy Krishna)। সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন বাগানের ফিজি তারকা।

ইতিমধ্যে আইএসএল খেলতে গোয়া পৌঁছে গিয়েছেন কৃষ্ণা। সেখানে গিয়ে স্ত্রী নাজিয়ার সঙ্গে ছবি পোস্ট করেন ফিজির এই স্ট্রাইকার। নাজিয়াও নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। নিজের সোশ্যাল মিডিয়ায় রয় লেখেন,” খুব শিগগিরি আমরা তিনজন হতে চলেছি।” স্ত্রী নাজিয়া লিখেছেন,”আমাদের হৃদয় ভরে গিয়েছে। ছোট্ট রয় আসতে চলছে।”

Soon to be three. Baby Roy 👼 coming soon ❤️. Photo @kaustavsaikia Make up @daniellejonesmakeup Location @theleelagoa pic.twitter.com/dPoCyLxPii
— Roy Krishna 🇫🇯🇳🇿 (@RoyKrishna21) October 11, 2021
২০১৮ সালে নাজিয়ার সঙ্গে বিয়ে হয় রয়ের।দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থ জয়েশ রানে, অভিলাশ পালরা।

আরও পড়ুন:কলকাতা লিগের ফাইনালে মহামেডান, ১৮ তারিখ সাদা-কালো ব্রিগেডের মুখোমুখি রেলওয়ে এফসি
