বিলগ্নীকরণের দিকে আরও একধাপ, এয়ার ইন্ডিয়ার পর সেইল বিক্রির পথে মোদি সরকার

মোদি সরকারের বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ বিরোধীদের। পদে পদে সেই অভিযোগ প্রমাণিত হচ্ছে। এয়ার ইন্ডিয়ার (Air India) পরে এবার সেন্ট্রাল ইলেকট্রনিকস লিমিটেড বা সেইলও (CEL) বিক্রি করতে উদ্যোগী কেন্দ্রের বিজেপি সরকার। বেশ কয়েকটি সংস্থা সেইল কেনার জন্য দরপত্র জমা দিয়েছে বলে সূত্রের খবর। দরপত্রগুলি খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি কেন্দ্রীয় বিলগ্নীকরণ মন্ত্রক এই দরপত্র আহ্বান করেছিল।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বিনিয়োগ সংক্রান্ত দফতরের সচিব তুহিনকান্ত পান্ডে (Tuhinkanta Pandey) জানান, সেইলের বিলগ্নীকরণের জন্য সরকার দরপত্র চাওয়া হয়। বহু সংস্থাই এই রাষ্ট্রায়ত্ত সংস্থা কিনতে আগ্রহ দেখিয়ে দরপত্র জমা দিয়েছে। বর্তমানে বিলগ্নীকরণ মন্ত্রক সেই সমস্ত দরপত্র খতিয়ে দেখছে।

আরও পড়ুন:ত্রিপুরা: দলীয় কার্যালয়ে বিজেপির হামলা, পুজোর পর আইন অমান্য আন্দোলনে তৃণমূল

মোদি সরকার সেইলকে সেই সংস্থার হাতে তুলে দেবে, যে সংস্থা ২০১৯ অর্থবর্ষে ন্যূনতম ৫০ কোটি টাকা লাভ করেছিল। একই সঙ্গে কেন্দ্রের শর্ত হল, বেসরকারিকরণের তিন বছরের মধ্যে ওই সংস্থাটি সেইলকে বিক্রি করতে পারবে না।

advt 19

 

Previous articleভারতীয় দলের টি ২০ বিশ্বকাপের জার্সি প্রকাশ
Next articleএক টুকরো গ্রামবাংলা: গাজিয়াবাদের পুজোয় এবার ফেলে আসা ভিটে-মাটি