Thursday, August 21, 2025

“রক্ষিতার বাড়িতে আশ্রিতা হয়ে আছেন কেন?” রত্নাকে এবার ঘরছাড়া করার হুমকি বৈশাখীর

Date:

Share post:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দশমীর সন্ধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সিঁথিতে সিঁদুর পড়িয়েছেন শোভন চট্টোপাধ্যায়। আসলে বহু চর্চিত এই জুটি প্রমাণ করতে চেয়েছেন, তাঁদের সম্পর্ক রকীয়া নয় বৈধ! তাই দশমীতে বৈশাখীর সিঁথিতে সিঁদুর দিয়ে স্বীকৃতি দিয়েছেন শোভন। এবং এক চুটকি সিঁদুরে দুর্গা মায়ের সামনে শোভনের পায়ে প্রণাম করে সেই স্বীকৃতি গ্রহণ করলেন বৈশাখী! অর্থাৎ, উমার বিদায় বেলায় বিয়েটা সেরেই ফেললেন শোভন-বৈশাখী!

এটা নেহাতই সিঁদুর খেলা নয় সেটা বোঝাতে বৈশাখী বলেন, “আমাদের সম্পর্কে স্বীকৃতির অভাব কোনওদিন ছিল না। সেই অনুভূতি আমি লাভ করেছি। সমাজের কাছে নতুন মনে হলেও আমরা খুব শান্তিতে আছি। সমাজ এটাও দেখছে, আমাদের মধ্যে কোথাও কোনও সততার অভাব নেই। প্রাণহীন দুটি সম্পর্কে টেনে না নিয়ে গিয়ে আমাদের যেখানে আনন্দ, শান্তি সেই আশ্রয় খুঁজে নিয়েছি। আমরা খুব স্বাভাবিক জীবন যাপন করি। আপনারা স্বাভাবিক আঙ্গিকে দেখলেই সবকিছু সুন্দর লাগবে।”

অন্যদিকে, শোভনবাবুর বৈধ স্ত্রী রত্নাদেবীর দাবি, “হিন্দু বিবাহ আইনে স্ত্রীর সঙ্গে ডিভোর্স না হওয়া পর্যন্ত অন্য কোনও মহিলার সিঁথিতে সিঁদুর দিলেই সে কোনও পুরুষের স্ত্রী হয় না। তাকে সমাজ রক্ষিতা বলে।”

advt 19

বিশ্ববাংলা সংবাদে রত্না চট্টোপাধ্যায়ের এমন কড়া প্রতিক্রিয়া পর বৈশাখী বলেন, ‘‘ওর (রত্নার) বাণীগুলো শুনলাম। কিন্তু আমি কোনও প্রতিক্রিয়া দিতে রাজি নই। কারণ, আমার জীবনে ওর কোনও অস্তিত্বই নেই। শোভন চাইলে প্রতিক্রিয়া দিতে পারেন। আমি দেব না। ও (রত্না) বেঁচেই থাকে আমার নাম করে। ওটা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে কারও কিছু বলার থাকতে পারে না। এটা আমার আর শোভনের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। শোভন যা সিদ্ধান্ত নিয়েছে, তা শোভনের। আমি যা সিদ্ধান্ত নিয়েছি, তা আমার। আর এই সম্পর্কটা গুরুত্বপূর্ণ না হলে শোভন এটাকে স্বীকৃতি দিত না। কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ নয়, তা সমাজ ঠিক করে দেবে না। অনেক রাজনীতিকেরই বিবাহবিচ্ছেদ হয়েছে। শোভনের বেলায় কেন এত কাদা ছোড়াছুড়ি? মনোজিৎকে যে দিন আমি মন থেকে মুছে ফেলেছি, সে দিনই আমাদের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। খাতায় কলমে কী রইল, তা নিয়ে ভাবিত নই।’’

এরপরই বৈশাখীর রত্নাকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বকেব, ‘‘ও (রত্না) এখন যে বাড়িতে থাকেন, সেটা তো আমি কিনে নিয়েছি। রক্ষিতার বাড়িতে আশ্রিতা হয়ে আছেন কেন? এখন তো ছুটি চলছে। ছুটি মিটলেই বাড়ি ছাড়ার নোটিশ পাঠাব।’’

আরও পড়ুন- বিশ্ব ক্ষুধা সূচক: পাকিস্তান-বাংলাদেশের থেকেও পিছিয়ে ভারত, অবাস্তব বলে ওড়াল কেন্দ্র

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...