সাফ কাপ চ‍্যাম্পিয়ন ভারত, অষ্টমবার সাফ চ‍্যাম্পিয়ন হল সুনীল ছেত্রীর দল

সাফ কাপ( SAFF CUP) চ‍্যাম্পিয়ন ভারতীয় দল( India)। এদিন ফাইনালে সুনীল ছেত্রীর( Sunil Chhetri) দল হারাল নেপালকে( Nepal)। ম‍্যাচের ফলাফল ৩-০। ভারতের হয়ে গোল গুলি করেন সুনীল ছেত্রী, সুরেশ সিং ওয়াংঝাম, সাহাল আব্দুল সামাদ।

ম‍্যাচে এদিন প্রথমার্ধে আক্রমণে ঝাপায় দু’দল। কিন্তু গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা। কিন্তু ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় সুনীল ছেত্রীর দল। যার ফলে ম‍্যাচের ৪৯ মিনিটে প্রথম গোল পায় ভারত। ৪৯ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। এর ঠিক এক মিনিটের ব‍্যবধানে দ্বিতীয় গোল পায় ভারত। ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন সুরেশ সিং ওয়াংঝাম। এরপর পাল্টা আক্রমণ চালায় নেপাল। তবে কাজের কাজ করতে ব‍্যর্থ হয় তারা। এরই মাঝে ভারতের হয়ে তৃতীয় গোলটি করে ভারত। ম‍্যাচের ইনজুরি টাইমে ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন সাহাল আব্দুল সামাদ। আর এর ফলে অষ্টমবার সাফ চ‍্যাম্পিয়ন হয় ভারত।

আরও পড়ুন:পিছল কলকাতা লিগের ফাইনাল, ১৮ অক্টোবরের জায়গায় হবে ১৮ নভেম্বর

advt 19

 

 

Previous article“রক্ষিতার বাড়িতে আশ্রিতা হয়ে আছেন কেন?” রত্নাকে এবার ঘরছাড়া করার হুমকি বৈশাখীর
Next article“অবৈধ সম্পর্ককে রোমান্টিকতা দেখিয়ে বেলেল্লাপনা”, প্রতিক্রিয়া শোভনপুত্র ঋষির