অযোধ্যায় তীর্থে গেলেই মিলবে নগদ ৫ হাজার! বড় ঘোষণা গুজরাত সরকারের

বড় ঘোষণা গুজরাত সরকারের। এবার তীর্থে গেলেই মিলবে টাকা!

রাজ্যের আদিবাসী পূণ্যার্থীদের জন্য বড় ঘোষণা করেছে গুজরাত সরকার। এবার থেকে রাম জন্মভূমি অযোধ্যায় তীর্থে গেলেই রাজ্য সরকারের তরফে দেওয়া হবে ৫ হাজার টাকার অনুদান। এই মর্মে সরকারি বিজ্ঞপ্তিও জারি করেছে পর্যটন দফতর।

শুক্রবার আদিবাসী অধ্যুষিত দাঙ্গস জেলায় সুবীর গ্রামে শবরী ধামে একটি জন সমাগমে এই ঘোষণা করেন গুজরাতের পর্যটন মন্ত্রী পুর্ণেশ মোদি। মন্ত্রী বলেন, রাম জন্মভূমি, কৈলাস মানসরোবর যাত্রা, সিন্ধু দরশ্ন এবং শ্রাবণ তীর্থযাত্রায় যে আদিবাসীরা যাবেন তাঁদের জন্য সরকার অনুদান দেবে। শনিবার এই বিষয়ে একটি সরকারি বিজ্ঞপ্তিও জারি করেছে পর্যটন দফতর।

আরও পড়ুন- মোদি সরকারকে তোলাবাজ বলে নিশানা কংগ্রেস নেতা চিদম্বরমের advt 19

 

 

Previous articleমোদি সরকারকে তোলাবাজ বলে নিশানা কংগ্রেস নেতা চিদম্বরমের
Next articleআগামী বছরই সভাপতির দায়িত্বে রাহুল! CWC-র বৈঠকে সোনিয়া-পুত্রের মন্তব্যে ইঙ্গিত