Saturday, November 29, 2025

দ্বাদশীর দিনে গঙ্গাবক্ষে জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

দ্বাদশীর দিনে বিসর্জন চলাকালীন গঙ্গাবক্ষ থেকে জোড়া মৃতদেহ উদ্ধার করল রিভার ট্রাফিক পুলিশ। রবিবার একজনের দেহ ভেসে ওঠে কাশীপুর ঘাটে, অপরজনের সেহ বাজাকদমতলা ঘাটে ভাসতে দেখে স্থানীয়ারা। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়।  ডুবুরি নামিয়ে বাজাকদমতলা ঘাটেই ওই দেহ দুটি টেনে এনে উদ্ধার করা হয়। ইতিমধ্যেই মৃতদেহ দুটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশের প্রাথমিক অনুমান,দিনকয়েক আগে তাদের মৃত্যু হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন:দোরগড়ায় জোড়া নিম্নচাপ, মোকাবিলায় নবান্ন’র চিঠি কলকাতায়, জেলায়

রবিবার সকাল থেকেই বাবুঘাট-সহ গঙ্গার ঘাটগুলিতে দুর্গা প্রতিমার বিসর্জন চলছে। জানা গিয়েছে, দ্বাদশীর সকালে দেহ দুটি গঙ্গায় ভেসে থাকতে দেখেন ঘাটে আসা কয়েকজন ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ডুবুরি নামিয়ে দেহ দুটিকে উদ্ধার করা হয়। দুই ব্যক্তির বয়স ৫০-৫৫-র মধ্যে হবে বলে জানিয়েছে পুলিশ। তবে কীভাবে তাঁদের মৃত্যু হল তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই দেহ দু’টিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, বিসর্জনের সময় মদ্যপ অবস্থায় গঙ্গায় নেমে এই বিপত্তি ঘটে থাকতে পারে। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, দ্বাদশীর দিনে বিসর্জনের পালা অব্যাহত রয়েছে। ঘাটে ঘাটে মোতায়েন রয়েছেন কলকাতা পুরসভার কর্মী, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ।  প্রতিমা বিসর্জনের পাশাপাশি, সকাল থেকে গঙ্গার বিভিন্ন ঘাট পরিষ্কারের কাজ চলছে। ঘাট থেকে সরিয়ে ফেলা হচ্ছে প্রতিমার কাঠামো, ফুল-সহ বর্জ্য পদার্থ। সেইসঙ্গে চলছে আবর্জনা সাফাই।
advt 19

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...