ব্রেকফাস্ট স্পোর্টস

১) প্রথম প্রস্তুতি ম‍্যাচে জয় পেল ভারত। টি-২০ বিশ্বকাপের আগে সোমবার ইংল‍্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম‍্যাচ খেলতে নেমেছিল বিরাট কোহলির দল। সেই ম‍্যাচে জস ব‍্যাটলারের দলকে ৭ উইকেটে হারাল টিম ইন্ডিয়া।

২) টি-২০ বিশ্বকাপে রেকর্ড গড়লেন আইরিশ ক্রিকেটার কার্টিস ক্যাম্ফার। প্রথম আইরিশ বোলার  হিসেবে রেকর্ড বুকে নাম তুললেন ক্যাম্ফার। টি-২০ ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে পরপর ৪ বলে ৪ উইকেট নিলেন তিনি।

৩) এসসি ইস্টবেঙ্গলে কোচ হওয়ার পর এই  প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ। দল নিয়ে স্প্যানিশ কোচ জানিয়ে দিলেন, দলকে আক্রমণাত্মক ফুটবল খেলাতে চান এবং গুরুত্বপূর্ণ ডার্বি জিততে চান সমর্থকদের জন্য।

৪) খোশমেজাজে পাওয়া গেল টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে। সতীর্থ শিখর ধাওয়ানের ব্যাটিং স্টান্স নকল করলেন ভারত অধিনায়ক। ৩১ সেকেন্ডের সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কোহলি। পোস্ট হতেই ভাইরাল ভিডিও।

৫) জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব নিতে নারাজ ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ । এত দিন এই অ্যাকাডেমির দায়িত্ব ছিলেন  রাহুল দ্রাবিড়  ।

৬) শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ। ২৪ অক্টোবর ভারতের বিরুদ্ধে প্রথম ম‍্যাচ খেলতে নামবে পাকিস্তান। তার আগে পাকিস্তান দল নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি বললেন, পাকিস্তান দলে ধারাবাহিকতার অভাব রয়েছে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

advt 19

 

 

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleআজও বৃষ্টির হাত থেকে রেহাই নেই, রাজ্যজুড়ে জারি হলুদ সতর্কতা