শেষপর্যন্ত দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করল CBSC বোর্ড

বর্তমানে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। তাই অবশেষে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার তারিখ প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSC)।
কেন্দ্রীয় বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in
এ প্রকাশিত ডেটশিট অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে দ্বাদশ প্রথম টার্মের পরীক্ষা।
দশম শ্রেণীর প্রথম টার্মের পরীক্ষা শুরু হতে চলেছে ৩০ নভেম্বর থেকে। চলবে ডিসেম্বরের ১১ তারিখ পর্যন্ত। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলবে ১ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত
করোনা পরবর্তী পরিস্থিতিতে বোর্ডের পরীক্ষা দুটি টার্মে ভাগ করা হয়েছে। বিষয়গুলিকেও মেজর এবং মাইনর হিসেবে ভাগ করা হয়েছে। মূলত অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে এই পরীক্ষায়।

আরও পড়ুন- করোনা নিয়ে সতর্ক রাজ্য, ছুটি বাতিল করে খুলছে স্বাস্থ্যকেন্দ্র
প্রথম টার্মের পরীক্ষা হবে নভেম্বর ও ডিসেম্বর মাসে। আর দ্বিতীয় টার্মের পরীক্ষা হবে পরের বছর অর্থাৎ ২০২২ এর মার্চ এবং এপ্রিল মাসে। দ্বিতীয় টার্মে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দুই ধরনের প্রশ্নই থাকবে।

দশম শ্রেণীর পরিক্ষার সময়সূচি
৩০ নভেম্বর (মঙ্গলবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – সোশ্যাল সায়েন্স।
২ ডিসেম্বর (বৃহস্পতিবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – সায়েন্স।
৩ ডিসেম্বর (শুক্রবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – হোম সায়েন্স।
৪ ডিসেম্বর (শনিবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – ম্যাথেমেটিক্স স্ট্যান্ডার্ড, ম্যাথেমেটিক্স বেসিকস।
৮ ডিসেম্বর (বুধবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – কম্পিউটার অ্যাপ্লিকেশন।
৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – হিন্দি কোর্স – এ, হিন্দি কোর্স – বি।
১১ ডিসেম্বর (শনিবার) : সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – ইংরেজি (ল্যাঙ্গুয়েজ এবং লিটেরেচার)।

দ্বাদশ শ্রেণীর পরিক্ষার সময়সূচি
কেন্দ্রীয় বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in থেকে ডাউনলোড করা যাবে।

advt 19

 

Previous articleবিজেপি শাসিত রাজ্যগুলিকে পিছনে ফেলে শ্রমিকদের নাম নথিভুক্তিকরণে দ্বিতীয় বাংলা
Next articleপ্রথম প্রস্তুতি ম‍্যাচে জয় ভারতের, ৭ উইকেটে হরাল ইংল‍্যান্ডকে, দুরন্ত ব‍্যাটিং ঈশান কিষাণের