আরজিকর:  কর্তৃপক্ষের হুঁশিয়ারি সত্ত্বেও কাজে যোগ দিতে নারাজ জুনিয়র ডাক্তারদের একাংশ

আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের হুঁশিয়ারি সত্ত্বেও কাজে যোগ দিতে নারাজ জুনিয়র ডাক্তারদের একাংশের। মঙ্গলবার দফায় দফায় বৈঠক হয় জুনিয়র ডাক্তারদের নিয়ে। কিন্তু জুনিয়র ডাক্তাররা এখনো তাদের দাবিতে অনড়। অধ্যক্ষের পদত্যাগের দাবিতে এখনো আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ুয়া, ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের একাংশের কর্মবিরতি অব্যাহত। এই পরিস্থিতিতে কড়া বার্তা দিল হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, জুনিয়ার ডাক্তারা ২ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কিন্তু তারপরেই জুনিয়র ডাক্তারদের একাংশ জানিয়েছে দিয়েছে কোনোরকম হুঁশিয়ারির কাছে তারা মাথা নোয়াবে না । তারা নিজেদের দাবিতে অনড় থাকবে এবং তাদের দাবি পূরণ না হলে কাজে যোগ দেবে না।

এদিন সকাল থেকেই হাসপাতালের প্রতিটি বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্য দফতর ও আরজিকর মেডিকেল কলেজের পদাধিকারীরা । প্রসূতি বিভাগ, শিশু বিভাগ, ট্রমা কেয়ার, ইমারজেন্সি ওয়ার্ড এক এক করে প্রতিটি ওয়ার্ডে ঘুরে তারা দেখেন কতজন জুনিয়র ডাক্তার এবং ইন্টার্ন যোগ দিয়েছেন । কতজন এবং কারা কারা যোগ দেননি। সেই অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে নামের তালিকা চেয়ে নেওয়া হয় । জুনিয়র ডাক্তারদের যত শীঘ্র সম্ভব কাজে যোগ দেওয়ার জন্য আবেদন জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের দাবিতে অনড়। তাই হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছে দু’ঘণ্টার মধ্যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

advt 19

 

391076

 

Previous articleউত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেবে কংগ্রেস, ঘোষণা প্রিয়ঙ্কার
Next articleবৃষ্টি থেমে সপ্তাহান্তে শীতের আমেজ মহানগরে, পূর্বাভাস আবহাওয়া দফতরের