আজ নজরে আরিয়ান-মামলার শুনানি। শুনানি চলছে মুম্বই সেশন কোর্টে। সূত্রের খবর, জামিনের শুনানির আগে শাহরুখপুত্র আরিয়ানের (Aryan Khan) বিরুদ্ধে একটি মোক্ষম অস্ত্র প্রয়োগ করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এক উঠতি অভিনেত্রীর সঙ্গে আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটের কথোপকথন আদালতে পেশ করেছেন NCB-র আধিকারিকরা।

আরও পড়ুন: ত্রিপুরায় তৃণমূল কর্মীদের বাড়ি-দোকানে তাণ্ডব বিজেপির, ‘চম্বলের রাজত্ব’ তোপ সুবলের

জানা গিয়েছে, কথপোকথনে ওই অভিনেত্রীর সঙ্গে ড্রাগস নিয়ে কথা বলেছেন আরিয়ান। আদালতে তথ্যটি পেশ করেছেন এএসজি অনীল সিং। সূত্রের খবর, ওই অভিনেত্রী ছাড়া আরও কয়েকজন মাদক কারবারির সঙ্গেও যোগাযোগ ছিল শাহরুখ-পুত্রের। তাদের সঙ্গে কথোপকথনের তথ্যও আদালতে পেশ করা হয়েছে বলে খবর সূত্রের।

জেল কর্তৃপক্ষ আরিয়ানের নিরাপত্তা বাড়িয়েছে বলেই জানা গিয়েছে। আরিয়ানের জেলের পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে পারছে না এবং খাবারও খেতে পারছেনা, ফলে জেল কর্তৃপক্ষ তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত। এযাবৎকালের অন্যতম হাইপ্রোফাইল মামলার শুনানি হচ্ছে বুধবার মুম্বই সেশন কোর্টে। তাই দেশবাসীর নজর এখন সে দিকেই। দীপাবলীর আগে কি আরিয়ান নিজের বাড়িতে ফিরে যেতে পারবেন নাকি তাঁকে জেলেই থাকতে হবে?

