আন্দোলনের জন্য অনির্দিষ্টকাল রাস্তা আটকে রাখা যায় না, কৃষকদের জানাল সুপ্রিম কোর্ট

Supreme Court

প্রতিবাদের অধিকার রয়েছে কৃষকদের। কিন্তু অনির্দিষ্টকাল রাস্তা আটকে রাখা যায় না। সিঙ্ঘু সীমান্ত খালি করার আবেদন সংক্রান্ত মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার এমনটাই জানালো সুপ্রিম কোর্ট (Supreme Court)। আন্দোলনরত কৃষকদের রাস্তা থেকে সরিয়ে আনার আবেদনের প্রেক্ষিতে কৃষক সংগঠনগুলির প্রতিক্রিয়া জানাতে চেয়েছে দেশের শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে ৭ ডিসেম্বর। এর আগে তিন সপ্তাহের মধ্যে কৃষক সংগঠনগুলিকে তাদের প্রতিক্রিয়া জানাতে হবে সুপ্রিম কোর্টকে।

আরও পড়ুন: আরিয়ানকে আর্থার জেলে দেখে আসার পরেই মান্নাত-এ NCB হানা

গত ১৫ অক্টোবর সিঙ্ঘু(Singhu) সীমন্তে কৃষক আন্দোলনের মঞ্চ লাগোয়া এলাকা থেকে উদ্ধার হয় রক্তাক্ত এক যুবকের মৃতদেহ। এরপরই দিল্লি সীমানা থেকে কৃষক আন্দোলন সরানোর দাবিতে জনস্বার্থ মামলা করা হয় সুপ্রিম কোর্টে। মামলা করেন আইনজীবী শশাঙ্ক শেখর ঝা।

উল্লেখ্য, এর আগে অগাস্টেও একটি মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ‘রাস্তা আটকে কোনও আন্দোলন করা যাবে না। তাতে সাধারণ মানুষের সমস্যা হবে।’ কেন্দ্রের বিতর্কিত তিন কৃষি আইনের প্রতিবাদে প্রায় এক বছর ধরে দিল্লির সীমানায় বিক্ষোভ চালাচ্ছেন কৃষকরা।

advt 19

 

Previous articleআরিয়ানকে আর্থার জেলে দেখে আসার পরেই মান্নাত-এ NCB হানা
Next articleউস্কানিমূলক মন্তব্যে শান্তিপুরে অশান্তি পাকানোর চেষ্টায় শুভেন্দু, অভিযোগ তৃণমূলের