Tuesday, November 11, 2025

তেইশের আগে অ্যাসিড টেস্ট বিজেপি-তৃণমূলের! ত্রিপুরায় পুরভোট ২৫ নভেম্বর, গণনা ২৮ শে

Date:

Share post:

বিরোধী তৃণমূলের (TMC) উপর শাসক বিজেপির (BJP) লাগাতার সন্ত্রাসের অভিযোগের মধ্যেই ত্রিপুরায় পুরভোটের (Tripura Municipality Election) দামামা বেজে গেল। আজ, শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে ত্রিপুরা পুরভোটের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আগরতলা পুরনিগম সহ ১৩টি পুর পরিষদ ও ৬টি নগর পঞ্চায়েতের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করল ত্রিপুরার নির্বাচন কমিশন।

কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট। সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টে। ২৮ নভেম্বর ত্রিপুরা পুরভোটের ফলপ্রকাশ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ৪ ডিসেম্বরের মধ্যে ভোটপ্রক্রিয়া শেষ করতে হবে। তার আগে ২৭ অক্টোবর ভোটের বিজ্ঞপ্তি জারি হবে। ৩ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে মনোনয়ন। ৫ নভেম্বর মনোনয়ন স্ক্রুটিনি করা যাবে। ৮ নভেম্বর দুপুর ৩টের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করা যাবে। কোভিড বিধি মেনেই সম্পন্ন করতে হবে ভোট প্রক্রিয়া। আর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই ত্রিপুরা পুরসভা এলাকাগুলিতে নির্বাচনী বিধি লাগু হয়ে গেল।

কমিশনের তথ্য অনুসারে, পুরসভা এলাকায় রাজ্যের মোট ভোটার ৫ লক্ষ ৯৪ হাজার ৭৭২ জন অংশ নেবেন। তার মধ্যে মহিলা ভোটার ৩ লক্ষ ৭ হাজার ৭৭ জন। বাকি ২ লক্ষ ৯৩ হাজার ৯৭৯ জন পুরুষ ভোটার। মোট ৭৭০টি বুথে ভোটগ্রহণ হবে। ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে। কিছু কিছু বুথে হবে ভিডিওগ্রাফিও। এছাড়াও প্রতি ক্ষেত্রে মানতে হবে ।

উল্লেখ্য, এদিনই পশ্চিমবাংলার কায়দায় ত্রিপুরায় জনসংযোগ শুরু করল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও সুবল ভৌমিকের নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয়। ‘দিদির দূত’ নাম প্রতীকী গাড়ির মাধ্যমে জনসংযোগ শুরু হয় জেলায় জেলায়। যদিও আমতলিতে জনসংযোগ কর্মসূচির সময় রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব-সহ তৃণমূল কর্মীদের উপর ওঠে হামলার অভিযোগ। ভাঙচুর করা হয়েছে সাংসদের গাড়ি। ব্যাগ ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগও ওঠে। গোটা ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল।

এই ঘটনার প্রতিবাদে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সহ শীর্ষ নেতৃত্ব ত্রিপুরায় বিজেপির লাগাতার সন্ত্রাসের তীব্র নিন্দা করেছেন। তৃণমূলের দাবি, ত্রিপুরায় বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। মানুষ বিজেপির সঙ্গে নেই। এবার তৃণমূলের নেতৃত্বে ত্রিপুরায় আসল বিপ্লব শুরু হবে। সব মিলিয়ে তেইশের বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা পুরভোট শাসক-বিরোধী সব দলের কাছেই অ্যাসিড টেস্ট হতে চলেছে।

আরও পড়ুন- নজরে নির্বাচন: উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে ছাত্রীদের মোবাইল ও স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি প্রিয়াঙ্কার

advt 19

 

 

spot_img

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...