পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া টিম ইন্ডিয়া

আগামীকাল পাকিস্তানের ( Pakistan) বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ( T-20 world cup)অভিযান শুরু করতে চলেছে ভারত( india)। বাবার আজমদের ( Babar Azam) বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া ভারত অধিনায়ক বিরাট কোহলি ( Virat kohli)। ২০১৯ সালের বিশ্বকাপের পর আবারও মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আর এই পরিস্থিতিতে বিশ্বকাপের মতন মঞ্চে পাকিস্তানকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ ভারতীয় দল।

শনিবার ভারতীয় অনুশীলনে মূল নেটে আলাদা করে সময় কাটান হার্দিক পান্ডিয়া। এছাড়া তাঁর বিশেষ ফিটনেস টেস্ট ও স্ট্রেংথ অ্যানালিসিস টেস্ট করা হয়েছে এদিন। সূত্রের খবর, পাকিস্তানের বিরুদ্ধে এক বা দুই ওভার বল করতে পারেন হার্দিক। এদিকে হালকা অনুশীলন করলেন বরণ চক্রবর্তী। টিম ইন্ডিয়ার সূত্রের খবর সামন‍্য চোট রয়েছে তাঁর। যার ফলে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দেখা যেতে পারে রবীন্দ্র জাদেজা এবং আর অশ্বিন জুটিকে। এছাড়াও ব‍্যাটিং-এ শক্তি বাড়াতে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে দেখা যেতে পারে শার্দুল ঠাকুরকে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

advt 19

 

 

Previous articleসাতসকালেই এনসিবি-র দফতরে হাজির শাহরুখ খানের ম্যানেজার ,কেন?
Next articleধর্ম নিয়ে নিজেদের হিংসার খেলা বন্ধ হওয়া দরকার, শুভেন্দুকে তোপ পার্থর