ফের নামবদলের রাজনীতি যোগীর, ফৈজাবাদ স্টেশন হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসার পর একের পর এক জায়গায় নাম বদল করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই ধারা এখনো অব্যাহত। এবার উত্তরপ্রদেশের নামবদলের তালিকায় যোগ হতে চলেছে ফৈজাবাদ স্টেশন। শনিবার যোগী আদিত্যনাথের অফিস থেকে টুইট করে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।

মুখ্যমন্ত্রী দপ্তরের তরফে টুইট করে জানানো হয়েছে, উত্তরপ্রদেশে ফৈজাবাদ স্টেশনের নাম বদল করে রাখা হবে অযোধ্যা ক্যান্টনমেন্ট। ইতিমধ্যেই সে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালেই ফৈজাবাদের নাম বদলে দিয়েছিল যোগী সরকার। যোগীর ছোঁয়ায় ফৈজাবাদ হয়ে গিয়েছিল অযোধ্যা। এবার উত্তরপ্রদেশ নির্বাচনের আগে ফৈজাবাদ স্টেশনের নাম বদলে অযোধ্যা ক্যান্টনমেন্ট করার সিদ্ধান্ত নিল যোগী আদিত্যনাথের সরকার। অবশ্য উত্তরপ্রদেশে এই ঘটনা প্রথমবার নয়, এর আগে এলাহাবাদ ও মুঘলসরাই স্টেশনের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ এবং দীনদয়াল উপাধ্যায় জংশন রাখা হয়েছে।

advt 19

 

Previous articleলাগাতার মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ, ঘোড়ার গাড়িতে মালা পরানো গ্যাস সিলিন্ডার
Next articleপ্রথমে ব‍্যাট করতে নেমে ভারতের রান সংখ‍্যা ১৫১, অর্ধশতরান বিরাটের