প্রথমে ব‍্যাট করতে নেমে ভারতের রান সংখ‍্যা ১৫১, অর্ধশতরান বিরাটের

শুরু টি-২০ বিশ্বকাপের ( T-20 World cup)রবিবারের মহারণ। টি-২০ বিশ্বকাপে এদিন ভারতের (India) মুখোমুখি পাকিস্তান ( Pakistan)। ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৫১ রান করে ভারত। ভারতের হয়ে অর্ধশতরান অধিনায়ক বিরাট কোহলির ( virat kohli)। শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ম‍্যাচে এদিন ব‍্যাট করতে নেমেই ধাক্কা খায় ভারত। শুন‍্য রানে আউট হন ওপেনার রোহিত শর্মা ( Rohit Sharma)। এর ঠিক কয়েক মিনিটের ব‍্যবধানে উইকেট হারান কে এল রাহুল ( Kl Rahul) । ৩ রান করেন তিনি। এরপর ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সঙ্গত দিতে থাকেন সূর্যকমার যাদব। তবে শেষমেষ ১১ রানে আউট হন সূর্যকুমার। এরপর ভারতকে ভরসা দেন ঋষভ পন্থ। তবে ৩৯ রানে আউট হন তিনি। এরপর মাঠে নামেন রবীন্দ্র জাদেজা। ১৩ রান করেন তিনি। অধিনায়ক বিরাট কোহলি করেন ৫৭ রান। হার্দিক পান্ডিয়া করেন ১১ রান। পাকিস্তানের হয়ে তিন উইকেট শাহিন আফ্রিদির। ২ উইকেট হাসান আলির। একটি করে উইকেট শাহবাদ খান এবং হারিস রৌফ।

আরও পড়ুন:৪৭ তম জুনিয়ার ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপের তিন ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় নীলাব্জার

advt 19

 

 

Previous articleফের নামবদলের রাজনীতি যোগীর, ফৈজাবাদ স্টেশন হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট
Next articleকালীপুজোর আগে শহর থেকে উদ্ধার ৬০০ কেজি নিষিদ্ধ বাজি