রবীন্দ্র সরোবর লেকে ভেসে উঠছে মরা মাছ, দূষণকেই দুষছেন পরিবেশবিদরা

কলকাতার (Kolkata) রবীন্দ্র সরোবর লেকে (Rabindra Sarobar Lake) ভেসে উঠছে মরা মাছ। বেশ কিছুদিন ধরেই মরা মাছ ভেসে থাকতে দেখা যাচ্ছে রবীন্দ্র সরোবর লেকে।

কিন্তু কেন মরে যাচ্ছে মাছগুলি?

পরিবেশবিদদের মতে, এলাকায় ব্যাপক মাত্রায় বেড়ে গিয়েছে দূষণ। এবং অপরিচ্ছন্নতার কারণেই মরে যাচ্ছে মাছগুলি। রবীন্দ্র সরোবর লেকের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কেএমডিএ।

আরও পড়ুন: গোয়ায় তৃণমূলের কর্মসূচির অনুমতি বাতিল, ‘পিপলস চার্জশিট’ প্রকাশ সৌগত-বাবুলদের

লেকের এই ঘটনা প্রসঙ্গে পুর ও নগরোন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, কেএমডিএ-র (KMDA) আধিকারিকদের পরিদর্শনের কথা বলা হয়েছে। কেন এই ঘটনা ঘটছে তা খতিয়ে দেখবেন মৎস দফতর এবং কেএমডিএ-র কর্তারা।

জানা গিয়েছে, রবীন্দ্র সরোবর এলাকায় সমস্ত নালা ও গালি পিট পরিষ্কার করা হবে। এছাড়া ২টি অ্যারেটর বসানো হবে। ইতিমধ্যেই জল পরিষ্কার করা ও রাসায়নিক ব্যবহারের কাজ শুরু হয়েছে।

advt 19

 

Previous articleগোয়ায় তৃণমূলের কর্মসূচির অনুমতি বাতিল, ‘পিপলস চার্জশিট’ প্রকাশ সৌগত-বাবুলদের
Next articleহাইকোর্টের হস্তক্ষেপেও জট কাটল না আরজিকরের