বিরাটবাহিনীর লজ্জার হারে রীতিমতো হতাশ গাভাসকর

টি-২০ বিশ্বকাপের শুরুতেই এমন মুখ থুবড়ে পরবে কোহলিরা ভাবতে পারেননি সুনীল গাভাসকর। পাকিস্তানের কাছে বিরাটবাহিনীরGavaskar desperately disappointed shame virat team লজ্জার হারে রীতিমতো হতাশ কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান। সানি স্পষ্ট জানিয়েছেন, ‘‘এটা শুধু হার নয়, হাতুড়ির আঘাত। পর্যুদস্ত ভারত।’’ তবে তিনি আশাবাদী বিশ্বকাপে ভারতীয় দল এরপর ঘুরে দাঁড়াবে।
রবিবার রাতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে যায় টিম ইন্ডিয়া। বিরাটদের লজ্জার হারকে হজম করতে কষ্ট হচ্ছে গাভাসকরের। তবু মেগা টুর্নামেন্টে ভারতীয়রা দারুণভাবে ফিরে আসবে বলেই মনে করছেন সানি। তিনি বলেছেন, ‘‘এই ভারতীয় দল এর থেকেও কঠিন পরিস্থিতি থেকে কামব্যাক করেছে। এবারও আশা করি ওরা টুর্নামেন্টে ফিরে আসবে। ৩১ তারিখ ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। পাকিস্তান ম্যাচ ভুলে দ্রুত নিজেদের জায়গায় ফিরতে হবে। এই ম্যাচে কী হয়েছে, তা ভুলে পরের ম্যাচগুলিতে ফোকাস রাখতে হবে। এটাই এখন খুব গুরুত্বপূর্ণ।’’

advt 19

 

Previous articleশুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন
Next articleসৃজিত, কৌশিক, প্রবুদ্ধর হাতে জাতীয় পুরস্কার