Friday, December 26, 2025

১৫ নভেম্বর থেকে রাজ্যে স্কুল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আগামী ১৫ নভেম্বর থেকে রাজ্যে খুলে যাচ্ছে সমস্ত স্কুল। সোমবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদীকে(Hari Krishna Dwivedi) এমনটাই নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পাশাপাশি প্রশাসনিক বৈঠকের উত্তরবঙ্গের উন্নয়নের(North Bengal development) বিষয়ে সমস্ত রকম খোঁজ খবর নেন তিনি।

করোনা পরিস্থিতির জেরে বিগত দুবছর ধরে বন্ধ ছিল রাজ্যের স্কুলগুলি। এই পরিস্থিতিতে পুজোর পর স্কুল খোলার বিষয় নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিল সরকার। তবে যেভাবে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে চলছিল তাতে স্কুল খোলার বিষয় নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিল পড়ুয়া ও অভিভাবকরা। কিন্তু সোমবার প্রশাসনিক বৈঠক থেকেই স্কুল ও কলেজ খোলার সিদ্ধান্তের ব্যাপারে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এবিষয়ে শিক্ষপ্রতিষ্ঠানগুলোকে যাবতীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো নির্ধারিত দিন থেকে খুলে যাবে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ।

উল্লেখ্য, পাঁচদিনের সফরে উত্তরবঙ্গে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা করেন তিনি। স্কুল খোলার পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। সেল্ফ হেল্প গ্রুপ গুলিকে আরো বেশি করে কাজ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমাতে স্থানীয় যুবকদের যাতে সেল্ফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত করা যায় তার জন্যও পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, টানা বৃষ্টি, নির্বাচন, অতিমারীর কারণে একাধিক সরকারি প্রকল্পের কাজের গতি কমেছে। কিন্তু তার মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টসে ক্রেডিট কার্ড, কৃষক বন্ধুর মতো প্রকল্পের কাজ করে যেতে হবে। দেখতে হবে সরকারি সব প্রকল্পের সুবিধে যেন সাধারণ মানুষের কাছে পৌঁছয়।

এছাড়া রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনও পর্যন্ত ১ কোটি মহিলাকে পরিষেবা দেওয়া হয়েছে। দুয়ারে সরকার প্রকল্পে আমরা ৩ কোটিরও বেশি মানুষকে পরিষেবা দিতে পেরেছি। মাঝে বিভিন্ন কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থামাতে হয়েছিল। যে তা এখনও হয়নি সেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজ কালীপুজোর পরই শুরু হয়ে য়াবে। ২৭ লাখ এমন আবেদন রয়েচে যাদের আবেদনে কিছু অসম্পূর্ণ তথ্য রয়েছে। সেগুলিও ঠিক করে জমা নিয়ে নেওয়া হবে শীঘ্রই। ১৫ নভেম্বরের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের কাজও শীঘ্রেই শেষ করে ফেলা হবে।

advt 19

 

spot_img

Related articles

বৈভবের মুকুটে নতুন পালক, রাষ্ট্রপতির থেকে পেলেন সর্বোচ্চ সম্মান

তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর (vaibhav Suryavanshi)মুকুটে এবার জুড়ল নতুন পালক, নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টিনএজার ক্রিকেটার...

ফের মমতার দেখানো পথে ডবল ইঞ্জিন সরকার! ‘মা ক্যান্টিনে‘র আদলে দিল্লিতে ‘অটল ক্যান্টিন’

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একের পর এক জনমুখী প্রকল্প নকল করে প্রচারের আলোয় থাকতে চাইছে বিজেপি...

ইআরও–দের না জানিয়েই ভোটারদের নাম বাদ, মনোজ আগরওয়ালকে চিঠি আমলাদের

রাজ্যে এসআইআরের খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যা নিয়ে রাজনৈতিক  বিতর্ক তুঙ্গে। এরইমধ্যে ইআরওদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।...

বিজেপিতে যাওয়া ‘ভুল’ ছিল, তৃণমূলে যোগদান করে ‘জয় বাংলা’ স্লোগান পার্নোর 

বড়দিনের পরের দিন টা টলিউড অভিনেত্রী পার্নো মিত্রের (Parno Mitra)কাছে আরও বড় দিন হয়ে উঠলো। শুক্রবার দুপুর সাড়ে...