শিবপুরে আইনজীবকে ধারালো অস্ত্রের কোপ, গ্রেফতার ২

হাইকোর্টের এক আইনজীবীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হল দুষ্কৃতীরা। এভাবে প্রকাশ্যে আইনজীবীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুরে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, প্রোমোটিং নিয়ে বিবাদের জেরেই এই হামলা। ওই ঘটনায় এখনো পর্যন্ত চাঁদ এবং গোপী নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে শিবপুর থানার পুলিশ।

 

গুরুতর জখম ওই আইনজীবীর নাম তনভির আলম। বাড়ি শিবপুরের কাজিপাড়ায়। তনভির পেশায় হাইকোর্টের আইনজীবী। মঙ্গলবার সকালে তিনি কাজিপাড়ায়, তাঁর দফতরে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে এবং সকাল ১১টা থেকে সাড়ে ১১টা নাগাদ কয়েক জন দুষ্কৃতী তাঁর দফতরে আসে। ঘরে ঢুকেই ধারালো অস্ত্র বার করে তারা চড়াও হয় তনভিরের উপর। ওই আইনজীবীকে এলোপাথাড়ি কোপ মারতে থাকে তারা। তনভির হাতে এবং শরীরের অন্যান্য অংশে আঘাত পান। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে । কী কারণে এই ঘটনা ঘটলো, এই ঘটনার পিছনে আর কে কে আছে সেইসব খতিয়ে দেখছে পুলিশ। কোনোরকম সম্ভাবনাই উড়িয়ে দেয়া যাচ্ছে না । জখম আইনজীবী হাসপাতালে চিকিৎসাধীন।

advt 19

 

 

Previous articleমহম্মদ শামির পাশে দাঁড়ালেন সচিন, সেহবাগ, ইফরান পাঠান থেকে যুজবেন্দ্র চ‍্যাহালরা
Next article‘আশ্রম’-এর সেটে বজরং দলের হামলা, সমর্থন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী!