সুস্থ হার্দিক, রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচে পাওয়া যাবে এই অলরাউন্ডারকে : সূত্র

রবিবার টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) নিউজিল্যান্ডের ( New Zealand) বিরুদ্ধে ম‍াঠে নামতে কোন অসুবিধা নেই হার্দিক পান্ডিয়ার ( Hardik Pandya)। মঙ্গলবার এমনটাই খবর এক সর্বভারতীয় সংবাদ সংস্থার। গত রবিবার টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় কাঁধে চোট পান হার্দিক। পাকিস্তানের বোলার বিরুদ্ধে শাহিন আফ্রিদির বল কাঁধে লাগে হার্দিকের। সেই সময় ব্যথা অনুভব করেন হার্দিক। পরে অবশ‍্য আরও পাঁচটি বল খেলেন তিনি।

হার্দিকের চোট নিয়ে ভারতীয় দলের একটি সূত্র জানাচ্ছেন, “এখন হার্দিকের চোট নিয়ে কোনও সমস্যা নেই। ইতিমধ্যেই ও সুস্থ হয়ে গিয়েছে। শুধু সাবধানতা অবলম্বন করার জন্য স্ক্যান করা হয়েছিল। যেহেতু বিশ্বকাপের সবে একটা ম্যাচ হয়েছে, তাই দল পরিচালন সমিতি কোনও ঝুঁকি নিতে চায়নি। স্ক‍্যানের রিপোর্টে কিছু ধরা পরেনি।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Previous articleহুগলির বেশ কিছু জায়গায় মাইক্রো কনটেন্টমেন্ট জোন, কড়া নজরদারি প্রশাসনের
Next articleখুলে দেওয়া হল বাইপ্যাপ সাপোর্ট, ওটস দিয়েই ব্রেকফাস্ট সারলেন অসুস্থ পঞ্চায়েতমন্ত্রী