সামরিক উপদেষ্টা পদে প্রাক্তন পূর্বাঞ্চলীয় প্রধান অনিল চৌহান

সামরিক উপদেষ্টা পদে নিয়োগ করা হল প্রাক্তন পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানকে (Anil Chowhan)। এই বছর প্রথমের দিকে পূর্বাঞ্চলীয় প্রধানের দায়িত্ব থেকে অবসর নেন অনিল চৌহান। তাঁর সময়ে উত্তর-পূর্বের সীমান্তবর্তী এলাকাগুলিতে উত্তেজনা কমে। আটকানো যায় জঙ্গিদের গতিবিধিও।

মায়ানমারের সেনা বাহিনীর সঙ্গে যৌথ উদ্যোগে অনিল চৌহানের নেতৃত্বে ভারতীয় সেনা সীমান্তবর্তী এলাকায় জঙ্গি কার্যকলাপ প্রতিহত করে। পূর্বাঞ্চলীয় প্রধানের দায়িত্ব পাওয়ার আগে অনিল ছিলেন দিল্লিতে (Delhi)। বালাকোট সার্জিক্যাল স্ট্রাইকে মূখ্য ভূমিকা ছিল তাঁর। এ হেন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেলকে সামরিক উপদেষ্টা পদে বসানো হয়েছে। দেশের উত্তর প্রান্ত বিশেষ করে কাশ্মীরে গত কয়েক মাস ধরে হামলার প্রেক্ষিতেই প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেলকে দায়িত্ব দেওয়া হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

advt 19

 

 

 

Previous articleগোয়াতেও বিজেপির হিংসাত্মক রাজনীতি, ছেঁড়া হলো মমতার ফ্লেক্স
Next articleগোয়ায় এবার তৃণমূলের সঙ্গে জোট বাঁধছে বিজেপির প্রাক্তন শরিক জিএফপি, ঝুঁকে এমজিপি