আজ মঙ্গলবার ফের বোম্বে হাইকোর্টে মাদক মামলার শুনানি। এ নিয়ে তৃতীয় বার শাহরুখপুত্র আরিয়ান খানের জামিনের আর্জির শুনানি। আজ কি জামিন পাবেন আরিয়ান ? বোম্বে হাইকোর্ট কি শাহরুখপুত্রর আবেদনে সাড়া দেবে ? এর আগের দু’বারই শাহরুখ-পুত্রের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল আদালত। আদালতের যুক্তি ছিল আরিয়ান প্রভাবশালী পিতার পুত্র। প্রভাবশালী পরিবারের সন্তান। তাই আরিয়ান ছাড়া পেলে তদন্তের কাজে ব্যাঘাত ঘটতে পারে। আরিয়ান মাদক মামলার তদন্তকে প্রভাবিত করতে পারে । শুধু তাই নয় । বলা হয়েছিল, জামিন পেলে আরিয়ান তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় তথ্য ও প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন। কিন্তু

শাহরুখ নিযুক্ত আইনজীবীরা আজকের শুনানিতে আরিয়ানকে ছাড়ানোর মরিয়া চেষ্টা করবেন। শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার।
