Monday, November 10, 2025

পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলায় সুবল-কুণালের নেতৃত্বে তৃণমূলের বিক্ষোভ মিছিল

Date:

Share post:

পেট্রোল-ডিজেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। এমনকি ক্রমশ: বেড়ে চলেছে ভোজ্য তেলের দাম।অথচ কেন্দ্রের কোনও হেলদোল নেই।

ক্রমবর্ধমান এই মূল্যবৃদ্ধির  প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই  ত্রিপুরায় পথে নামল তৃণমূল কংগ্রেস। এদিন সকালে আগরতলায়  দলের ক্যাম্প অফিস থেকে  ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক ও দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়। শহরের গণরাজ চৌমুহনীতে গিয়ে মিছিল আবার ফিরে আসে ক্যাম্প অফিসে।তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, অবিলম্বে পেট্রোল-ডিজেলের দাম কমাতে হবে।গ্যাসের দাম কমাতে হবে। যেভাবে দাম বড়ানো হয়েছে মানুষ সংসার চালাবে কি করে ?

আরও পড়ুন- গোয়ায় এবার তৃণমূলের সঙ্গে জোট বাঁধছে বিজেপির প্রাক্তন শরিক জিএফপি, ঝুঁকে এমজিপি

তিনি আরও বলেন, এর সঙ্গে পাল্লা দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়ছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। বিজেপি সরকার জিএসটি নিয়ে ছিনিমিনি  খেলছে। সংখ্যার জাগলারি করছে। তৃণমূল কংগ্রেস দাম কমাতে যে বিকল্প প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার তা মানলে এই পরিস্থিতি তৈরি হত না। তাই তৃণমূল কংগ্রেস বাধ্য হয়েছে রাস্তায় নেমে  প্রতিবাদ করতে। দাম না কমা পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।

কুণালের স্পষ্ট কথা, ত্রিপুরায় বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। তবু ত্রখানকার মানুষের জীবনযাত্রার মান ক্রমশ নিম্নগামী। বেকারের সংখ্যা বাড়ছে। ত্রিপুরার বর্তমান বিজেপি সরকার শুধু প্রতিশ্রুতিই দিয়েছে। কাজ করেনি কিছুই। পু্লিশ-প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে একমাত্র তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ত্রিপুরার মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদে রাস্তায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

advt 19

 

spot_img

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...