Monday, November 3, 2025

উপনির্বাচনে ৪-০ ফলাফলে জিতবে তৃণমূল, গ্যারান্টি দিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

যেটাই বলছেন, সেটাই মিলে যাচ্ছে। পুজোর আগে ভবানীপুর উপনির্বাচনের ফলাফল নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। নিজের দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে জানিয়ে ছিলেন, ভবানীপুরে ৫০ হাজারের বেশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাই হয়েছে। আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার আসনে (দিনহাটা, শান্তিপুর, খড়দহ, গোসাবা) ফের উপনির্বাচন (By Poll)। এবারও বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banarjee) জোর গলায় জানিয়ে দিলেন, ৪-০ ফলাফলে জিতবে তৃণমূল (TMC)। রীতিমতো গ্যারান্টি দিয়ে এমনটাই দাবি করলেন জয়।

এখনও যদি অতীত থেকে শিক্ষা নিয়ে বঙ্গের বিজেপি নেতারা নিজেদের শুধরাতে না পারে, তাহলে আগামিদিন এ রাজ্যে গেরুয়া শিবিরের জন্য আরও বড়সড় বিপর্যয় অপেক্ষা করছে বলেই মনে করেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। নীচুতলার কর্মীদের মনে ক্ষোভ আর আবেগকে গুরুত্ব না দিলে খেসারত দিতে হবে বলেও মনে করেন জয়।

বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনে কর্মীদের মধ্যে যে মারপিটের ঘটনা ঘটেছে তা সত্যি লজ্জাজনক। কাটোয়ার দাঁইহাটে বিজেপির সাংগঠনিক বৈঠকে হাতাহাতির ঘটনার প্রসঙ্গ টেনে এনে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, নীচুতলার কর্মীদের মনে ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভকে মান্যতা দিয়ে না এগোলে আবারও এই একই ঘটনা ঘটবে।

এরপরই তিনি উপনির্বাচন নিয়ে সদর্পে ঘোষণা করেন, “আমি গ্যারান্টি দিয়ে বলছি আবারও হারবে বিজেপি। তৃণমূলের পক্ষে ৪-০ হবে। নির্বাচনের নির্দিষ্ট দিনের আগেই জানিয়ে দেব কোথায়, কত ভোটে হারবে।”

জয় বন্দ্যোপাধ্যায়ের আরও বলেন, “বিজেপিতে কিছু রাজ্য নেতা লোভী হয়ে গিয়েছেন। আর কিছু নেতা আছেন যারা বিভিন্ন জেলাতে নিজেদের চর ঢুকিয়ে রেখেছেন, যারা দলের অভ্যন্তরের সব খবর তাদের দেন। এই সব নেতারাই রাজ্য সরকারের হয়ে কাজ করে দলটাকে ডুবিয়ে দিচ্ছেন।’’

আরও পড়ুন:কেন্দ্রের কড়া সমালোচনা করে পেগাসাসকাণ্ডের তদন্তে ৩ সদস্যের কমিটি গড়ল সুপ্রিম কোর্ট

spot_img

Related articles

রাত পোহালেই পথে মুখ্যমন্ত্রী: SIR-এর আড়ালে NRC আতঙ্ক তৈরির চক্রান্তের প্রতিবাদ

সোমবার রাত পোহালেই রাজ্যে শুরু বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম ফিলাপের কাজ। ২০০২ সালের ভোটার তালিকা ধরে যাচাই...

বাস-লরির মুখোমুখি সংঘর্ষ! তেলেঙ্গানায় মৃত্যু ছাড়ালো ২০

ভয়াবহ পথ দুর্ঘটনা তেলেঙ্গানায়। সোমবার সকালে হায়দ্রাবাদ-বিজাপুর জাতীয় সড়কে রঙ্গা রেড্ডি জেলায় পথ দুর্ঘটনায় (road accident) এখনও প্রাণ...

বিশ্বজয়ী ক্রিকেট দলের জন্য ৫১ কোটি: ঘোষণা BCCI-এর

কথা ছিল। সেই মতো কথা রাখল বিসিসিআই। বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য বড় আর্থিক পুরস্কার ঘোষণা বিশ্বজয়ের...

ভোরবেলায় গুলি! হরিদেবপুরে গুলিবিদ্ধ মহিলা

ভোরবেলায় মহিলাকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়াল হরিদেবপুর এলাকায়। গুলিবিদ্ধ মহিলাকে দ্রুত পরিবারের লোকেরা এমআর বাঙুর...