EXCLUSIVE: প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদে রদবদল, চেয়ারম্যান বিবেক দেবরায়

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদে রদবদল। চেয়ারম্যান পদে বাঙালি বিবেক দেবরায়। অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের রদবদলে নরেন্দ্র মোদি (Narendra Modi) অনুমোদন দিয়েছেন বলে মন্ত্রিসভার সচিবালয় পক্ষ থেকে জানানো হয়েছে। যুগ্ম সচিব ডিপি ভার্গিসের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, দু’বছর বা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই EAC-PM থাকবে।

নতুন অর্থনৈতিক উপদেষ্টা পরিষদে থাকছেন-

ডাঃ বিবেক দেবরায়- চেয়ারম্যান
রাকেশ মোহন – পার্ট-টাইম সদস্য
ডাঃ সাজিদ চিনয় – পার্ট-টাইম সদস্য
নীলকান্ত মিশ্র – পার্ট-টাইম সদস্য
নীলেশ শাহ – পার্ট-টাইম সদস্য
অধ্যাপক টিটি রাম মোহন – পার্ট-টাইম সদস্য
ডাঃ পুনম গুপ্ত – পার্ট-টাইম সদস্য

পরিষদ আর্থিক বা সেই সংক্রান্ত যেকোন সমস্যার বিশ্লেষণ করবে। এবং প্রধানমন্ত্রীকে যথোপযুক্ত পরামর্শ দেবে।

অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সমস্যাগুলির সমাধান করা এবং সে বিষয়ে প্রধানমন্ত্রীকে মতামত দাও এই পরিষদের কাজ। এটি পরিষদের সদস্যরা স্বতঃপ্রণোদিত ভাবে করতে পারেন। অথবা প্রধানমন্ত্রী বা অন্য কোনও পদাধিকারীর নির্দেশও করতে পারেন।

প্রধানমন্ত্রীর ইচ্ছানুযায়ী অন্য কাজল মাঝে মাঝে করতে পারে অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ।

চেয়ারম্যান হিসাবে ডঃ বিবেক দেবরায় সমমর্যাদার অধিকারী হবেন। বেতন, ভাতা, শর্তাবলী একই থাকবে। নীতি আয়োগ ভবনেই EAC-PM কাজ চালাবে। পার্টটাইম সদস্যরা দিন পিছু হাজিরার জন্য 10 হাজার টাকা করে পাবেন। নীতি আয়োগ ও EAC-PM-র মধ্যে কোন সমস্যা হলে তা সমাধান করবেন মন্ত্রিপরিষদ সচিব।

আরও পড়ুন- পাকিস্তানের জয়ে উৎসব: কড়া পদক্ষেপ নিয়ে দেশদ্রোহীতার মামলা যোগী সরকারের

 

 

Previous articleপাকিস্তানের জয়ে উৎসব: কড়া পদক্ষেপ নিয়ে দেশদ্রোহিতার মামলা যোগী সরকারের
Next articleবেড়াতে গিয়ে ফের দুর্ঘটনার কবলে বাঙালি পর্যটকরা! মৃত ৫