ফের হার, ছাঁটাই বার্সা কোচ রোনাল্ড কোয়েম্যান

কোচের পদ থেকে বরখাস্ত করা হল এফসি বার্সেলোনার (Fc Barcelona) কোচ রোনাল্ড কোয়েম্যানকে ( Ronald koeman)। বুধবার লা-লিগায় ( la-liga) রায়ো ভায়োকানোর কাছে অবাক করা হারের পরেই এমন সিদ্ধান্ত নিল বার্সা কতৃপক্ষ। বুধবার রাতে নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্ত জানিয়ে দেন বার্সা কর্তারা। আর এই সিদ্ধান্তটি নিয়েছেন খোদ প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা, যিনি এতদিন কোয়েম্যানের সমর্থনেই ছিলেন।

রাদামেল ফালকাওয়ের একমাত্র গোলে রায়ো ভায়োকানোর কাছে হারে এফসি বার্সিলোনা, তবে শুধু এই হারের জন্যই কোয়েম্যান বরখাস্ত হননি। চলতি মরশুমে লা-লিগায় খারাপ পারফরম্যান্স , এল ক্লাসিকোয় ঘরের মাঠে হার, চ্যাম্পিয়ন্স লিগে ভালো না খেলা – সব মিলিয়ে এই ডাচ কোচের বিদায় একপ্রকার নিশ্চিতই ছিল।

কোয়েম্যানকে সরালেও, পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে এখনও কিছু প্রকাশ‍্যে আনেনি বার্সা কতৃপক্ষ। তবে জানা যাচ্ছে নতুন কোচ হিসেবে  মেসির দীর্ঘদিনের সতীর্থ জাভির নাম। যদিও সবটাই নির্ভর করছে বার্সা ম‍্যানেজমেন্টের ওপর।

আরও পড়ুন:ডি’ককের কাছে গোটা ঘটনার বিবৃতি চেয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড

 

Previous articleপরিবর্তন চাইছে গোয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার জন্য সাগ্রহে অপেক্ষা গোয়াবাসীর
Next articleকার ভালোবাসার টানে ৮ কোটির সম্পত্তি হেলায় ছাড়লেন জাপানের রাজকুমারী মাকো ?