স্বার্থের সংঘাত এড়াতে এটিকে মোহনবাগান থেকে সরে দাঁড়াচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

স্বার্থের সংঘাত এড়াতে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) থেকে সরে দাঁড়াচ্ছেন বিসিসিআই ( Bcci) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বৃহস্পতিবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট। এটিকে মোহনবাগানের বোর্ড থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সরে যাওয়া নিয়ে আগেই জানিয়েছিলেন এটিকে মোহনবাগান ও আইপিএলে (IPL) সদ্য দল লখনউয়েল দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

এই বিষয়ে একটি সংবাদ মাধ্যমকে এদিন সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, “হ্যাঁ আমি সরে দাঁড়াচ্ছি।” এর আগে বোর্ড সভাপতির আসনে বসার পর, দিল্লি ক্যাপিটালসের মেন্টর পদ থেকে সরে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এবার সরে দাঁড়াচ্ছেন এটিকে মোহনবাগান থেকে।

এটিকে মোহনবাগানের কর্তা আরপিএসজি গোষ্ঠীর চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা সম্প্রতি কিনেছে আইপিএলের দল লখনউ। অন্য দিকে সৌরভ গঙ্গোপাধ্যায় এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। আর তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠতে শুরু করে। আর সেই কারণে এটিকে মোহনবাগান বোর্ড থেকে সরে দাঁড়ানো সিদ্ধান্ত নেন মহারাজ।

আরও পড়ুন:ক্ষমা চাইলেন কুইন্টন ডি’কক, করবেন বর্ণবৈষম্যের বিরুদ্ধে হাঁটু মুড়ে প্রতিবাদ

Previous articleঅশ্লীলতার দায়ে সব্যসাচী, ঝড় তুলল নকশা করা মঙ্গলসূত্র
Next article২৫ দিন পর অবশেষে মাদক মামলায় জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান