ক্ষমা চাইলেন কুইন্টন ডি’কক, করবেন বর্ণবৈষম্যের বিরুদ্ধে হাঁটু মুড়ে প্রতিবাদ

ক্ষমা চাইলেন দক্ষিণ আফ্রিকার (South Africa) উইকেটরক্ষক কুইন্টন ডি’কক ( Quinton De Kock)। বৃহস্পতিবার নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালেন তিনি। এবার থেকে বর্ণবৈষম্যের বিরোধী প্রতিবাদে হাঁটু মুড়ে প্রতিবাদ জানাবেন বলে জানিয়েছেন ডি’কক।

এদিন সংবাদমাধ্যমকে ডি’কক বলেন, “আমি যা করেছি তার জন্য ক্ষমা চাইছি। যদি আমি হাঁটু মুড়ে প্রতিবাদ জানালে তার মাধ্যমে অন্যদের সামান্য শিক্ষাও দেওয়া যায় তাহলে আমি সেটাই করব।”

এরপাশাপাশি ডি’কক তাঁর সতীর্থদের উদ্দেশে বলেন,” সতীর্থরা যে ভাবে আমার পাশে দাঁড়িয়েছে তার জন্য তাদের ধন্যবাদ। অধিনায়ককে আলাদা করে ধন্যবাদ জানাই। দেশের হয়ে খেলা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।”

টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ডি’কক। শোনা যায়, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে হাঁটু গেড়ে প্রতিবাদ এড়াতেই এই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন ডি’কক! এই পরিস্থিতিতে বেশ সমালোচনার মুখে পড়েন ডি’কক। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে যখন গোটা বিশ্ব আওয়াজ তুলেছে, তখন ডি’ককের এই অবস্থানকে একেবারেই ভালো চোখে দেখেনি ক্রিকেট বিশ্ব।

আরও পড়ুন:ফের হার, ছাঁটাই বার্সা কোচ রোনাল্ড কোয়েম্যান

Previous articleএইমস থেকে ছাড়া পেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়
Next articleতদন্ত শুরু হলো, তবে আরিয়ান মামলা থেকে এখনই সরানো হচ্ছে না এনসিবি অফিসার সমীরকে