Sunday, May 4, 2025

৫১-তে ৫১ প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে ত্রিপুরা পুরভোট জমিয়ে দিল তৃণমূল

Date:

Share post:

একদিকে যখন দলের ড্যামেজ কন্ট্রোলে ত্রিপুরা আসতে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, ঠিক তখনই আগরতলা পুরভোটে ৫১ আসনে প্রতিটিতেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে খেলা জমিয়ে দিল তৃণমূল কংগ্রেস।

শুক্রবার আগরতলায় এক সাংবাদিক বৈঠকে তৃণমূলের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ঘোষণা করেন, আগরতলা পুরসভা নির্বাচনে ৫১টি আসনেই লড়াই করবে তৃণমূল প্রার্থীরা। তাঁর কথায়, “বাংলায় তৃণমূল মানুষের রায় নিয়ে ফের ক্ষমতায় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে কলকাতা সহ বাংলার পুরসভাগুলিও এখন তৃণমূলের দখলে। গোটা আগরতলা পরিবর্তন চাইছে। কলকাতার মতো উন্নত পরিষেবা চাইছে আগরতলা। ত্রিপুরাতেও অবাধ ও সুষ্ঠ নির্বাচন হোক। মানুষ তাঁদের রায় দেবেন। আর আগরতলার ৫১ আসনে প্রতিটিতে প্রার্থী দেবে তৃণমূল।” শুধু তাই নয়, কুণাল ঘোষের দাবি, আগরতলার প্রতিটি ওয়ার্ডে তৃণমূলের চারজন-পাঁচজন প্রার্থী হওয়ার মতো যোগ্য। প্রার্থী হওয়ার দৌড়ে স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলছে তৃণমূলের মধ্যে। প্রার্থী একজনই হতে পারবেন, কিন্তু সার্বিকভাবে এই স্বাস্থ্যকর প্রতিযোগিতা দলের সংগঠনের জন্য একটি ভালো দিক।

এরপরই কুণাল ঘোষ বলেন, “কিছুদিন আগে যারা বলেছিলেন, তৃণমূল কোথায়? এখন তারা তৃণমূলের চাপ বুঝতে পারছেন। ফলে রাজ্যের নেতা দিয়ে আর হচ্ছে না, পুরসভা ভোটেও দিল্লির নেতাদের ডাকতে হচ্ছে। মিলিয়ে নেবেন কয়েক দিনের মধ্যেই পুরসভা ভোটের আগে আগরতলায় দিল্লির বিজেপি নেতা আসবেন। কিন্তু তাতে লাভ হবে না। বাংলায় ডেইলি পাসেঞ্জারি করেও তৃণমূলকে রুখতে পারেননি। ত্রিপুরাতেও পারবেন না।”

কুণাল ঘোষ আরও বলেন, মানুষ বিজেপির বিকল্প হিসেবে তৃণমূলকেই চাইছেন। তাই দলে দলে তৃণমূলে যোগদান চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার ত্রিপুরা আসার আগেও এদিন সুবল ভৌমিক, সুস্মিতা দেবের হাত ধরে অন্য দল থেকে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও পরিবার ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন।

আরও পড়ুন:রাত পোহালেই ৪ কেন্দ্রে উপনির্বাচন, এক নজরে দেখে নেওয়া যাক প্রস্তুতিপর্ব

এদিন কুণাল ঘোষ ত্রিপুরাবাসীর কাছে আবেদন করেন, বিজেপিকে রুখতে অন্য কোনও দলকে ভোট নয়। বাম-কংগ্রেস এ রাজ্যে বিজেপি বিরোধী লড়াইয়ে ডাহা ফেল। তাই তাদের ভোট দেওয়া মানে সেই ভোট নষ্ট করা। একটিও ভোট নষ্ট না করে বিজেপিকে রুখতে ত্রিপুরার মানুষকে তৃণমূল প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

spot_img
spot_img

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...