Wednesday, December 17, 2025

তালিবানকে পাশ কাটিয়ে আফগানবাসীকে ১৪৪ মিলিয়ন ডলার সাহায্যের ঘোষণা আমেরিকার

Date:

Share post:

তালিবান(Taliban) আফগানিস্তানের(Afghanistan) মাটি দখল করলেও এই সরকারকে কোনরকম মান্যতা দেয়নি আন্তর্জাতিক মহল। এদিকে তালিবান শাসনে বেহাল অবস্থা আফগানিস্তানের সাধারণ মানুষের। এহেন পরিস্থিতিতে এবার আফগান বাসীকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিল আমেরিকা(America)। যদিও এই অর্থনৈতিক সাহায্য আফগানবাসীকে পাঠানো হবে তালিবানকে পাশ কাটিয়ে। আমেরিকার বাইডেন সরকারের তরফে ঘোষণা করা হয়েছে আফগানিস্থানে ১৪৪ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য পাঠানো হবে।

গত বৃহস্পতিবার এই সাহায্যের কথা ঘোষণা করেন মার্কিন বিদেশসচিব টনি ব্লিঙ্কেন। তিনি জানান, এই সাহায্য সরাসরি স্ব-শাসিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন যারা মানবাধিকার রক্ষার জন্য কাজ করে, তাদের মাধ্যমেই আফগানিস্তানের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এতে ইউনাইটেড নেশনস, রাষ্ট্রসংঘের মানবাধিকার সংগঠন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো সংগঠনের সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন বিদেশসচিব ব্লিঙ্কেন। তাঁর কথায়, “এই অর্থ ১৮ মিলিয়ন আফগানবাসীর কাজে লাগবে। এঁদের মধ্যে উদ্বাস্তুরাও রয়েছেন। এই মুহূর্তে তাঁদের অবস্থা খুবই খারাপ।” বিপুল পরিমাণ এই অর্থ ব্যবহার করা হবে, মানুষের খাদ্য, স্বাস্থ্য, প্রাকৃতিক দুর্যোগ, কোভিড মোকাবিলার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। তবে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এই অর্থ কোনভাবেই শাসকদল তালিবানের হাতে দেওয়া হবে না। তা পৌঁছবে স্বেচ্ছাসেবী সংগঠনের হাত ধরে। যদিও টনি ব্লিঙ্কেন এটাও জানিয়ে দিয়েছেন, তালিবানের সঙ্গে আমেরিকার যে চুক্তি হয়েছিল সেই প্রতিশ্রুতি আমেরিকা পালন করবে।

 

spot_img

Related articles

CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনওভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার জোর গলায় বিজেপি নেতারা এই কথাই বলেছেন। অথচ...

পারদ চড়ার পূর্বাভাস, হিমেল হাওয়ায় কিছুটা স্বস্তি

ডিসেম্বরের মাঝামাঝি ফের উপদ্রব পশ্চিমী ঝঞ্ঝার। যার জেরে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়ার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা...

ছাত্রীর নকাব টেনে খুললেন নীতীশ! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

চিকিৎসক পড়ুয়ার মুখের নকাব টেনে খোলায় গোটা বিশ্বের সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রাথমিকভাবে এই ঘটনাকে নীতীশের...

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...