Wednesday, January 14, 2026

আরিয়ান মামলা : এনসিবির হাত থেকে তদন্ত সরছে এনআইএ-র হাতে?

Date:

Share post:

আরিয়ান মামলার (Aryan Khan & Drug Case) তদন্তভার কি এবার এনসিবি-র হাত থেকে সরে যাচ্ছে ? সম্ভবত এনআইএ( Investigation charge will be shifted to NIA from NCB) অর্থাৎ জাতীয় তদন্তকারী সংস্থা এবার এই মাদক কান্ডের তদন্ত শুরু করবে । আজই জেল থেকে মুক্তি পেলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। আর কাকতালীয়ভাবে এদিনই এনসিবির  থেকে এই মামলার ভার সরিয়ে দেওয়া হল। নেপথ্যে কী কোনও রাজনীতির খেলা ? কী কারণে হঠাৎ এই তদন্তভার বদলের সিদ্ধান্ত তা এখনো জানা যায়নি । তবে জল্পনা মহারাষ্ট্র রাজ্য সরকার এনসিবির মাত্রাতিরিক্ত সক্রিয়তায় অসন্তুষ্ট। বিশেষত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে নিজেই প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন যে এনসিবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলিউড তারকাদের মাদক কাণ্ডের করার নামে হেনস্তা করছে। তাই কার নির্দেশে এই রদবদল তা এখনো স্পষ্ট নয়।

গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী ক্রুজ প্রমোদতরীতে মাদক নেওয়ার অভিযোগে শাহরুখপুত্র আরিয়ান-সহ কয়েক জনকে গ্রেফতার করে এনসিবি। এরপর একাধিকবার আরিয়ানের জামিনের আবেদন করা হলেও প্রতিবারই এনসিবির জোরালো আপত্তিতে তা খারিজ হয়ে যায়। তারপর কিছুদিন যেতে না যেতেই বিতর্কের ঘনঘটা। অন্যতম তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধেও ঘুষের অভিযোগে পাল্টা মামলা শুরু হয়। শুধু ঘুষ নেওয়াই নয় , অফিসার সমীরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসতে থাকে। মাদক মামলার সাক্ষীদের নিয়েও তৈরি হয়েছে একাধিক বিতর্ক। সম্ভবত এই প্রেক্ষিতেই মাদক মামলার তদন্তভার এনসিবি-র হাত থেকে এনআইএ-র হাতে যাচ্ছে। গোপন সূত্রে জানা গিয়েছে তদন্তভার হাতবদলের প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। ইতিমধ্যেই মুম্বইয়ে এনসিবি-র জোনাল কার্যালয় ঘুরে গিয়েছেন এনআইএ আধিকারিকরা। প্রায় ’ঘণ্টা দুয়েক মুম্বইয়ের এনসিবি জোনাল কার্যালয়ে সময় কাটিয়েছেন তারা।

spot_img

Related articles

হায়দরাবাদের জনবহুল এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ!

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল হায়দরাবাদের কুকাটপল্লির রাজীব গান্ধী নগর। মঙ্গলবার রাতে একটি অবৈধ গ্যাস রিফিলিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের...

আজ হাইকোর্টে ইডি-আইপ্যাক মামলার শুনানি, প্রবেশ নিয়ন্ত্রণ এজলাসে

আইপ্যাকের (I-PAC) সল্টলেক অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) রাজ্যের শাসক...

মকর সংক্রান্তির ভোরে গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় খুশি ভক্তরা

পৌষের শেষ দিনে সাগরতীর্থে উপচে পড়া ভিড়। ভোররাত থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। রাজ্য সরকারের তত্ত্বাবধানে মকর সংক্রান্তি...

ছক ভেঙে আজ উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক

ছক ভেঙে একেবারে অন্যরকম ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু নেতা-কর্মীদের নির্দেশ দেওয়াতেই শেষ নয়, এবার নিজেও নামছেন...