অ্যাঞ্জিওপ্লাস্টি হল মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের, কেমন আছেন তিনি?

হৃদযন্ত্রের দুটি আর্টারিতে ব্লকেজ পাওয়া গিয়েছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee)। এসএসকেএম (SSKM Hospital) হাসপাতালে সোমবার অ্যাঞ্জিওপ্লাস্টি হল তাঁর। হাসপাতাল সূত্রে খবর, তাঁর দেহে দু’টি স্টেন্ট ও বসানো হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন-নতুন করে আরও বড় পদক্ষেপের প্রস্তুতি আন্দোলনরত কৃষকদের

গত ২৪ অক্টোবর আচমকাই অসুস্থ হয়ে পড়েন সুব্রত মুখোপাধ্যায়। সেদিন তিনি রুটিন পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন। পরীক্ষা চলাকালীন তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাঁকে উডবার্নের আইসিসিউ-তে ভর্তি করানো হয়। পরে তাঁর চিকিৎসা শুরু হয় কার্ডিওলজি আইসিইউ তে। নন ইনভেসিভ ভেন্টিলেশন বা বাইপ্যাপ সাপোর্টে রাখা হয় রাজ্যের মন্ত্রীকে। দেওয়া হয় অক্সিজেন। পরে আবার বুকেও সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসক সরোজ মণ্ডলের নেতৃত্ব মেডিক্যাল টিম রাজ্যের মন্ত্রীর চিকিৎসার দায়িত্বে রয়েছেন।

Previous articleবাকি জীবন কাটাতে বার্সেলোনাতেই ফিরতে চান মেসি
Next articleইতালির লিগে ১৫০ গোলের মাইল ফলক ছুঁলেন ইব্রা