Saturday, August 23, 2025

শেক্সপিয়র সরণিতে বৃদ্ধা খুনের ঘটনায় দুধকুমারকে ৯ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

Date:

Share post:

শেক্সপিয়র সরণির (Shakespeare Sarani) আবাসনে বৃদ্ধা খুনের ঘটনায় ধৃত দুধকুমার ঢলকে   ৯ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন এবং ৩৯৪ ধারায় চুরি অভিপ্রায়ে ইচ্ছাকৃতভাবে আঘাতের অভিযোগ রয়েছে। বজবজের বাসিন্দা দুধকুমার।

বৃদ্ধা রেণুকা চৌধুরীর (Renuka Choudhary) দেহের ময়নাতদন্তের রিপোর্ট ইতিমধ্যেই হাতে এসেছে পুলিশের (Police)। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে স্পষ্ট, এটি কোনও স্বাভাবিক মৃত্যু নয়, বৃদ্ধাকে খুন করা হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে, গলায় চাপ দেওয়ার কারণে শ্বাসরোধ আর তার জন্যই মৃত্যু হয়েছে ৯১ বছর বয়সী বৃদ্ধার। মঙ্গলবার রাতে ওই বৃদ্ধার পরিবারের প্রাক্তন গাড়ি চালক দুধকুমারকে ডানকুনি (Dankuni) থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন-আগরতলার পুরভোটে সব আসনে প্রার্থী তৃণমূলের, ৫১ জনের তালিকায় ২৫ মহিলাদের

পুলিশ জানায়, সোমবার বিকেলে ফ্ল্যাটে রেণুকা চৌধুরির সঙ্গে দেখা করতে গিয়েছিল দুধকুমার। রাত ১২টা ৫ মিনিটে এক ব্যক্তি ফ্ল্যাট থেকে বের হয়। প্রথমে সে ছাদে ওঠে। কিন্তু দরজা বন্ধ দেখে ১২টা ৯ মিনিটে একতলায় নেমে এদিক ওদিক তাকায়। এরপর বাঁদিক ঘুরে চলে যায় বহুতলের পার্কিং লটে। ফুটেজে তাকে দেখা যায়নি। সম্ভবত মূল গেট দিয়ে বাইরে না বেরিয়ে বহুতল আবাসন চত্বরে পার্কিং করা গাড়ির উপর উঠে দেবদারু গাছ বেয়ে পাঁচিল টপকে হাঙ্গারফোর্ড স্ট্রিট ধরে পালায় ওই চালক। মোবাইলের সূত্র ধরেই ডানকুনিতে তার সন্ধান মেলে। খতিয়ে দেখা হচ্ছে পরিচারক পবন যাদবের (Paban Yadav) ভূমিকাও।

মৃতা রেণুকা চৌধুরি ছিলেন এমএ (MA) এবং এলএলবি (LLB)। তিনি একটি নামী স্কুলে একসময় শিক্ষকতাও করতেন। তাঁর স্বামীর মৃত্যু হয় তিন মাস আগেই। তিনি ছিলেন একটি নামী সংস্থার এমডি। ছোট ছেলে থাকেন আমেরিকায় (America)। বড় ছেলে অভয় চৌধুরী থাকতেন মায়ের কাছেই। সঙ্গে থাকেন পরিচারক পবন যাদব।

অভয় পুলিশের কাছে দাবি করেছেন, তাঁর মায়ের হাতে একটি হিরের আংটি ছিল, হাতে এবং গায়ে যে সব সোনার গয়না ছিল সেগুলি খোওয়া গিয়েছে। পাওয়া যাচ্ছে না তাঁর মায়ের কাছে থাকা আলমারির চাবি এবং মূল গেটের চাবিও। আর কী কী খোওয়া গিয়েছে তার একটা তালিকা তৈরি করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

জানা গিয়েছে, খুনের আগে রেইকি করেছিল ধৃত দুধকুমার। রবিবার বৃদ্ধার সঙ্গে দেখা করে দুধকুমার। সোমবার সন্ধেয় ফের বৃদ্ধার কাছে যায় সে। সিসিটিভিতে দুধকুমারকে ঢুকতে, বের হতে দেখা যায়। সন্ধে ৭টায় ঢুকে রাত ১২ টায় বের হয় গাড়ির চালক। বৃদ্ধার ঘরেই কোথাও গা ঢাকা দিয়েছিল বলে অনুমান করছে পুলিশ।

২০১৬ সালে রেণুকা চৌধুরীর বাড়িতে কাজ করত দুধকুমার। ২০১৮ সালে গয়না চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তারপরে কাজ হারায় সে। পরে বহুবার কাজে যোগ দেওয়ার আর্জি জানালেও দুধকুমারকে কাজে যোগ দেওয়ার ব্যাপারে রাজি হননি বৃদ্ধা। মনে করা হচ্ছে, সেই আক্রোশ থেকেই খুন, তারপর লুঠপাট চালায়।

spot_img

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...