Friday, November 14, 2025

খবরে থাকতে সুব্রতর সম্পর্কে কুরুচিকর পোস্ট! রূপার তুমুল সমালোচনা সোশ্যাল মিডিয়ায়

Date:

বর্ষীয়ান রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) প্রয়াণের কুরুচিকর মন্তব্য করলেন বিজেপি (Bjp) নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguli)। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা। দীর্ঘদিন বাংলার রাজনীতি তো বটেই, জাতীয় রাজনীতিতেও আলোচনায় নেই রূপা গঙ্গোপাধ্যায়। সেই কারণেই সুব্রত মুখোপাধ্যায় মতো হেভিওয়েট মন্ত্রীর প্রয়াণে বিতর্কিত মন্তব্য করে খবরে আসতে চাইলেন তিনি।

নিজের ফেসবুক পেজে (Facebook Page) রূপা গঙ্গোপাধ্যায় লিখেছেন,

“ধ্যাৎ, সবাই যেন হঠাৎ Ballygunje একা হয়ে গেল। Sorry Boss!” রূপার এই পোস্টে প্রচুর কমেন্ট করা হয়েছে। বেশিরভাগ লোকই সমালোচনা করেছেন তাঁকে। তাঁর ‘নিম্নরুচি’ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। কিন্তু ফেসবুক পোস্টের কমেন্টেও নিজের অবস্থানে অনড় রূপা। বিভিন্নভাবে তিনি সুব্রত মুখোপাধ্যায়ের সমালোচনা করে গিয়েছেন। শুধু তাই নয়, এমন অনেক মন্তব্য করেছেন যা আপাতদৃষ্টিতে ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেমন এক জায়গায় রূপা লিখছেন,
“তিস্তাকে নিয়েছ বস্। কিছু তো ফেরত নেবে মা কালী।” তিনি কি সদ্য প্রয়াত বিজেপি নেত্রী তথা কাউন্সিলর তিস্তা বিশ্বাসের কথা বলছেন? স্পষ্ট করেননি রূপা। এই দেখে অনেকেই রূপার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিস্ফোরক দাবিও করেন বিজেপি নেত্রী। লেখেন, “২০২১ ভোটের আগে সুব্রত মুখোপাধ্যায়ের বিজেপি-তে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ‘ডিল’ পছন্দ হয়নি তাঁর।”

দীপাবলির রাতে সব আলো নিভিয়ে হঠাৎই চলে গেলেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সমস্ত শীর্ষ নেতৃত্ব তো বটেই, বিজেপি-র সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, সিপিআইএম-এর বিমান বসু, অশোক ভট্টাচার্য, কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য — সকলেই শোক জ্ঞাপন করেন। স্মৃতিচারণায় উঠে আসে সুব্রত মুখোপাধ্যায়ে ভালো ব্যবহার, রাজনৈতিক জ্ঞান, পরিষদীয় রাজনীতির দক্ষতার কথা। কিন্তু এর মাঝখান থেকে অত্যন্ত একটি নিম্নরুচির পোস্ট করে রূপা গঙ্গোপাধ্যায় কী প্রমাণ করতে চাইছেন? প্রশ্ন তুলেছেন বেশিরভাগ মানুষ। অনেকেই বলছেন, সুব্রত মুখোপাধ্যায় বিরুদ্ধে তাঁর যখন এতই ক্ষোভ ছিল, তখন তাঁর জীবদ্দশায় সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি কেন বিজেপি নেত্রী? তবে, ওয়াকিবহাল মহলের মতে, প্রচারে থাকার উগ্র বাসনা থেকেই এই কীর্তিটি করেছেন তিনি। রূপার এই মন্তব্যে বিজেপি-র বিড়ম্বনা আরও বাড়বে বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন- ছাত্র আন্দোলন থেকে পরিষদীয় রাজনীতি- হাতে ধরে শিখিয়েছেন সুব্রতদা: আবদুল মান্নান

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version