টি-২০ বিশ্বকাপে হার্দিকের পারফরম্যান্সে অখুশি বিসিসিআই :সূত্র

সময়টা ভালো যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার (hardik pandya)। জানা গিয়েছে টি-২০ বিশ্বকাপে (T-20 world cup) হার্দিকের পারফরম্যান্স নিয়ে চূড়ান্ত অখুশি বিসিসিআই (Bcci)। সূত্রের খবর, ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের কাছ থেকে হার্দিকের ফিটনেস রিপোর্ট দেখতে চাইবেন বোর্ড কর্তারা।

ভারত টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরেই শুরু হয়ে গিয়েছে ব্যর্থতা নিয়ে কাটাছেঁড়া। আর সবার আগে কোপ পড়তে চলেছে হার্দিক পান্ডিয়ার ওপর। বিশ্বকাপে হার্দিকের পারফরম্যান্স নিয়ে চূড়ান্ত অখুশি বিসিসিআই। সূত্রের খবর, ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের কাছ থেকে হার্দিকের ফিটনেস রিপোর্ট দেখতে চাইবেন বোর্ড কর্তারা। জানতে চাইবেন, বল করার জন্য ফিট না হয়েও কীভাবে একজন ক্রিকেটারকে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলানো হল।

বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘অবশ্যই বোর্ড বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দেখতে চাইবে। আর এই রিপোর্টের গুরুত্বপূর্ণ অংশ হল হার্দিকের ফিটনেস সংক্রান্ত বিষয়।’’ তিনি এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘বিশ্বকাপের জন্য নির্বাচিত ভারতীয় ক্রিকেটারদের যাতে আইপিএলে বিশ্রাম দেওয়া হয়, তারজন্য ফ্র্যাঞ্চাইজিদের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু দুভার্গ্যজনকভাবে বোর্ডের এই নির্দেশ পুরোপুরি মানা হয়নি। হার্দিককে তো আমিরশাহিতে থেকেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের জন্য পাঠানো উচিত ছিল। দেখুন ব্যর্থতার পর এই প্রশ্নগুলো উঠবেই। তবে জাতীয় দলের ওপর বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে।’’

পাশাপাশি টিম ইন্ডিয়ার বোলিং কোচ ভরত অরুণের মন্তব্যেও ক্ষোভ রয়েছে বিসিসিআইয়ের অন্দরমহলে। রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অরুণ জানিয়েছিলেন, বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটারদের বিশ্রামের প্রয়োজন ছিল। প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর আইপিএল খেলার ক্লান্তির কথা বলেছিলেন জসপ্রীত বুমরাও। বোর্ড কর্তার বক্তব্য, ‘‘ক্রিকেটারদের তো কেউ আইপিএল খেলার জন্য জোরাজুরি করেনি। তাই এখন এসব কথা বলা অর্থহীন।’’

এদিকে, মঙ্গলবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের দল নির্বাচন নিয়ে বৈঠকে বসতে চলেছেন জাতীয় নির্বাচক কমিটি এবং বোর্ড। কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে এই সিরিজে নিশ্চিত ভাবেই বাদ পড়তে চলেছেন হার্দিক। তাঁর পরিবর্তে আস্থা রাখা হচ্ছে কেকেআরের অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের ওপরে। যিনি এবারের আইপিএলে ব্যাটে-বলে চমৎকার ছন্দে ছিলেন। এছাড়াও সিনিয়র তারকাদের বিশ্রাম দিয়ে একঝাঁক তরুণকে সুযোগ দেওয়া হতে পারে।

আরও পড়ুন:‘কোচ হিসেবে নিজের ভূমিকায় সন্তুষ্ট’, বিদায়বেলায় মন্তব্য শাস্ত্রীর

Previous article‘কোচ হিসেবে নিজের ভূমিকায় সন্তুষ্ট’, বিদায়বেলায় মন্তব্য শাস্ত্রীর
Next articleবাইকের ইঞ্জিন দিয়ে তৈরি আস্ত গাড়ি! সুজয়ের ‘স্নেক কার’ দেখতে ভিড় উপচে পড়ছে