জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের সফর শেষ করল ভারত, ভাঙল বিরাট-শাস্ত্রী জুটি

জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের ( T-20 world cup)  সফর শেষ করল ভারত (India)। শেষ ম‍্যাচে জয় নামিবিয়ার ( Namibia) বিরুদ্ধে ৯ উইকেটে জিতল বিরাট কোহলির (Virat kohli) দল । তিন উইকেট নিয়ে ম‍্যাচের সেরা রবীন্দ্র জাদেজা।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে নামিবিয়া। নামিবিয়ার হয়ে লড়াই করেন বার্ড এবং উইসে। বার্ড করেন ২১ রান। উইসে করেন ২৬ রান। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। দুটি উইকেট নেন যশপ্রীত বুমরাহ।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় বিরাট কোহলির দল। দুই ওপেনার কে এল রাহুল এবং রোহিত শর্মার ব‍্যাটে ভর করে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ৫৪ রানে অপরাজিত রাহুল। ৫৬ রান করেন রোহিত শর্মা। ২৫ রানে অপরাজিত সূর্যকুমার যাদব। নামিবিয়ার হয়ে একটি উইকেট নেন জান ফ্রাইলিঙ্ক।

এদিকে ম‍্যাচ শেষ হতেই ভাঙল রবি শাস্ত্রী বিরাট কোহলি জুটি। খেলা শেষ হতেই উঠে দাঁড়ালেন শাস্ত্রী। জড়িয়ে ধরলেন অন্যতম সেরা শিষ্য বিরাট কোহলিকে। দীর্ঘদিন ধরে যাঁদের রসায়ন ভারতীয় ক্রিকেটে চর্চিত ছিল, সোমবার রাতের পর থেকে তা ইতিহাস হয়ে গেল। টি-২০ বিশ্বকাপের পরেই দায়িত্ব ছাড়ছেন, একথা আগেই জানিয়েছিলেন শাস্ত্রী। সেই মতো সোমবারই ছিল তাঁর শেষ ম্যাচ। শুধু কোহলিই নয়, ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে জড়িয়ে ধরলেন শাস্ত্রী।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে হার্দিকের পারফরম্যান্সে অখুশি বিসিসিআই :সূত্র

Previous articleদেশে অপুষ্টির শিকার ৩৩ লাখের বেশি শিশু
Next articleব্রেকফাস্ট নিউজ