Tuesday, January 13, 2026

পদ্মশ্রী সম্মান পেলেন কঙ্গনা-আদনানরা, মরণোত্তর পদ্মবিভূষণে সম্মানিত সুষমা-জেটলি

Date:

Share post:

বিভিন্ন ক্ষেত্রে দেশকে গৌরবান্বিত করার জন্য ২০২০ সালে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছিল সরকার। সোমবার রাষ্ট্রপতি ভবনে পদ্মশ্রী সম্মান(Padma Prize) প্রাপকদের হাতে সেই পুরস্কার তুলে দিলেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ(Ram nath kovind)। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে পদ্ম প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মরণোত্তর পদ্মবিভূষণে সম্মানিত করা হয়েছে দেশের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজকে(Sushma Swaraj)। তাঁর মেয়ে বাসুরি স্বরাজের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। পাশাপাশি মরণোত্তর পদ্মবিভূষনে সম্মানিত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি(Arun Jaitley)। এদিন তাঁর স্ত্রী সঙ্গীতা জেটলি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

পাশাপাশি পদ্মবিভূষণ পেয়েছেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী চান্নুলাল মিশ্র। পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে- ওলিম্পিয়ান ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং বক্সার মেরি কমকে। অন্যদিকে পদ্মশ্রী দেওয়া হয়েছে- ওলিম্পিয়ান তথা জাতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল, সঙ্গীত শিল্পী আদনান সামি, প্রয়াত সঙ্গীত শিল্পী এসপি বালাসু, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত, প্রযোজক একতা কাপুর, আইসিএমআর-এর প্রাক্তন মুখ্য বিজ্ঞানী ডঃ রামন গঙ্গাখেদকর, এয়ার মার্শাল ডঃ পদ্মা বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক করণ জোহরকে। এই বছর ১১৯ জনকে পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছে। তালিকায় রয়েছেন ৭ জন পদ্মবিভূষণ, ১০ জন পদ্মভূষণ এবং ১০২ জন পদ্মশ্রী সম্মান প্রাপকের নাম। পাশাপাশি তালিকায় ১৬ জন মরণোত্তর সম্মান প্রাপকের নামও রয়েছে। দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হল পদ্ম সম্মান। পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই তিন বিভাগে দেওয়া হয় পুরস্কারগুলি। শিল্প এবং সামাজিক ক্ষেত্রে উল্লেখজনক কাজ, প্রশাসন, বিজ্ঞান-প্রযুক্তি, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য-শিক্ষা, ক্রীড়া, সিভিল সার্ভিস-সহ একাধিক বিভাগে উল্লেখযোগ্য অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। পদ্মবিভূষণে সম্মানিত করা হয় ব্যতিক্রমী পরিষেবার জন্য। পাশাপাশি যে কোনও ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়ে থাকে।

 

spot_img

Related articles

অসুস্থ টুটু বোসকে সপরিবার হিয়ারিং নোটিশ! নির্বাচনে জবাব দেবে বঙ্গবাসী, তোপ কুণালের

নোবেল জয়ী অমর্ত্য সেন (Amartya Sen) থেকে অভিনেতা দেব (Dev), ক্রিকেটার মহম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা থেকে অভিনেতা অনির্বাণ...

বাংলায় এসআইআর নিয়ে দ্রুত শুনানি হোক, সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর 

ভোটার তালিকায় নিবিড় সংশোধনের (SIR)নাম করে হয়রান করা হচ্ছে বাংলার মানুষকে। মঙ্গলবার এক আইনজীবী এই বিষয়ে দ্রুত শুনানি...

ওটিটিতে আসছেন কৌশানী-শ্রাবন্তী, পুরুলিয়ায় পাড়ি একেনের 

২০২৬ এর বাংলা বিনোদন জগতে জুড়ে একের পর এক চমক। চলতি বছরে একাধিক বিগ বাজেট ছবি মুক্তির কথা...

আজ উত্তরবঙ্গে সভার আগে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেবেন অভিষেক 

'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে রাজ্যজুড়ে রণসংকল্প সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার...